মালদা: মালদার হরিশ্চন্দ্রপুরে তৃনমূল পরিচালিত কুশিদা গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামীর উপর হামলার অভিযোগ। শনিবার রাতে হরিশ্চন্দ্রপুর থানার কাপাইচন্ডি এলাকায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামীর ওপর হামলা চালায় বলে অভিযোগ। নিজের বাইকে বাড়ি ফিরছিলেন আব্দুর রশিদ (৪৫)। সেই সময়ই তাঁর ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। তাঁর স্ত্রী আকতারি খাতুন, কুশিদা গ্রাম পঞ্চায়েতের প্রধান। বাঁশ, লাঠি দিয়ে আব্দুর রশিদের উপর হামলা চালানো বলে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে।
মাথায় হেলমেট ছিল বলে লাঠি ও বাঁশের আঘাত সত্ত্বেও প্রানে রক্ষা পেয়েছেন আব্দুর রশিদ, এমনই মনে করছেন তাঁর পরিবারের সদস্যরা। রাতেই তাঁকে হরিশ্চন্দ্রপুর গ্ৰামীন হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে রাতেই পুলিশ ছুটে আসে তদন্তে। এখন কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। কী কারনে প্রধানের স্বামীর উপর হামলা চালানো হয়েছে এবং কারা এই ঘটনায় যুক্ত জানার চেষ্টা চালাচ্ছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।
কয়েকদিন আগে কোচবিহারের দিনহাটার ওকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান রেনুকা বিবির বাড়িতে বোমাবাজির অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার দিন রাত বারোটা নাগাদ তাঁর বাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা বোমা ছোড়ে বলে অভিযোগ। তাঁর বাড়িতে ভাঙচুর চালানো হয় এবং একটি মোটর বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পরে দিনহাটা থানার আইসির নেতৃত্বে পুলিশ বাহিনী যায় সেখান থেকে একটি তাজা বোমা উদ্ধার করে। সম্প্রতি ওকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনেছেন নিজের দলের পঞ্চায়েত সদস্যরা। প্রধানের অভিযোগ ,এর জন্যই হামলা হতে পারে। ঘটনার তদন্ত করছে দিনহাটা থানার পুলিশ।
Hooghly:হাসপাতালে যাওয়ার পথে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ অ্যাম্বুলেন্সের, মৃত ১, জখম ৪