আমদাবাদ: আগামীকাল থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। রোহিত শর্মার নেতৃত্বে তিন ম্যাচের সিরিজ খেলবে ভারত। এরপর আবার টি-টোয়েন্টি সিরিজেও তিনটি ম্যাচ ক্য়ারিবিয়ানদের বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া। 


এই মুহূর্ত ২৪৪ ছক্কার মালিক রোহিত ওয়ান ডে ফর্ম্য়াটে দেশের জার্সিতে। আর মাত্র ৬টি ছক্কা হাঁকাতে পারলেই প্রথম ভারতীয় হিসেবে ওয়ান ডে-তে ২৫০ ছক্কা হাঁকানোর মালিক হয়ে যাবেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। অনেকদিন আগেই ২২৯ ছক্কার মালিক ধোনিকে টপকে গিয়েছেন রোহিত। তবে বিশ্বের বাকি প্লেয়ারদের সঙ্গে তুলনায় তালিকায় তিনি চতুর্থ স্থানে থাকবেন। সেক্ষেত্রে প্রথম স্থানে রয়েছেন শাহিদ আফ্রিদি (৩৫১), ক্রিস গেল (৩৩১) ও সনৎ জয়সূর্য (২৫৭)। 


ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ভারতীয়দের মধ্যে সর্বাধিক রান করার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন সচিন তেন্ডুলকর। রোহিতের সামনে সুযোগ থাকছে আসন্ন ৩ ম্যাচের সিরিজে মাস্টার ব্লাস্টারকে টপকে যাওয়ার। এই মুহূর্তে রোহিতের সংগ্রহ ১৫২৩ রান। আর ৫১ রান করলেই সচিনকে টপকে যাবেন হিটম্যান। তালিকায় শীর্ষে রয়েছেন বিরাট কোহলি। তাঁর ঝুলিতে রয়েছে ৩৮ ইনিংসে ২২৩৫ রান।


প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনকেও টপকে যেতে পারেন রোহিত। ওয়ান ডেতে ভারতীয়দের মধ্যে সর্বাধিক রান করার তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন আজহার। তাঁর ঝুলিতে রয়েছে ৯৩৭৮ রান। রোহিতের ঝুলিতে ২২০ ইনিংসে ৯২০৫। আর ১৭৯ রান আগামী ৩ ম্যাচে করতে পারলেই আজহারকে টপকে যাবেন ভারত অধিনায়ক। তালিকায় শীর্ষে সচিন তেন্ডুলকর (১৮,৪২৬ রান)।


এদিকে আগামীকাল থেকে শুরু হতে চলা ওয়ান ডে সিরিজে ভারতের হয়ে ওপেন করবেন ঈশান কিষাণ। রোহিতের সঙ্গে জুটি বেঁধে নামবন তিনি। এদিন সাংবাদিক সম্মেলনে এবিষয়ে নিশ্চিত করে দিলন রোহিত। শিখর ধবন করোনা আক্রান্ত হয়েছিলেন। এখন তিনি আইসোলেশনে রয়েছে। অন্য়দিকে ময়ঙ্ক অগ্রবাল দলের সঙ্গে যোগ দিলেও তাঁকেই এখন বাধ্যতামূলক আইসোলেশনে থাকতে হচ্ছে। ফলে প্রথম ম্যাচ ঝড়খণ্ডের তরুণের সঙ্গেই ওপেনে নামছেন হিটম্যান।