নয়াদিল্লি: আইপিএলের নিলামে হায়দরাবাদ সানরাইজার্স তাঁকে ২.৬ কোটি টাকা মূল্যে দলে নিয়েছিল পেসার মহম্মদ সিরাজকে। এই ঘটনায় সিরাজকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল। দশম আইপিএলে তাঁর পারফরম্যান্স ক্রিকেট বিশেষজ্ঞদের প্রশংসা আদায় করে নিয়েছিল। ছয় ম্যাচে নিয়েছিলেন ১০ উইকেট। এখন অটোরিক্সা চালকের ছেলে সিরাজ ভারতের টি ২০ দলেও জায়গা পেয়েছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজে কোহলির দলে রয়েছেন এই ডানহাতি পেসার।
আজ ফিরোজ শাহ কোটলায় এই সিরিজের প্রথম ম্যাচে সিরাজ খেলবেন কিনা, তা স্পষ্ট নয়। আর এই ম্যাচটাই হতে চলেছে ভারতীয় দলের বর্ষীয়ান বাঁহাতি পেসার আশিষ নেহরার শেষ আন্তর্জাতিক ম্যাচ। সানরাইজার্সে এই নেহরার টিমমেট সিরাজ। তিনি জানিয়েছেন, নেহরা তাঁকে বড় দাদার মতোই গাইড করেছেন।
সিরাজ বলেছেন, আইপিএলে খেলার সময় নেটে নেহরা তাঁকে প্রচুর টিপস দিতেন। নিজের দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে এই টিপসগুলির দারুন ভূমিকা রয়েছে। সিরাজের কথায়, নেহরা একেবারে ছোট ভাইয়ের মতো দেখতেন তাঁকে। কখনই মনে হত না যে, এই মানুষটা ২০ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। বোলিংয়ে বৈচিত্র্য দিয়ে কীভাবে ব্যাটসম্যানদের বোকা বানানো যায়, তা শিখিয়েছেন নেহরা।
সিরাজ বলেছেন, নেহরা বলতেন, ‘বল এভাবে ধর, এভাবে বোলিং কর। ব্যাটসম্যানদের ফুটওয়ার্ক নজরে রেখে লাইন ও লেংথে বদল করতে হয়। তাঁর এই সব পরামর্শে নিজের খেলা আরও উন্নতি করতে পেরেছি। ব্যাটসম্যান মনোভাব কীভাবে বুঝতে হয়, তাও শিখিয়েছেন নেহরা’।
নেহরা সম্পর্কে উচ্ছ্বসিত এই তরুণ পেসার। সিরাজ বলেছেন, ২০ বছর ধরে ক্রিকেট খেলাটা মুখের কথা নয়। এরজন্য অনেক কিছু লাগে। নেহরা তা করেছেন। তিনি কিংবদন্তী। তাঁর মতো ক্রিকেটারের উপযুক্ত বিদায় সংবর্ধনার প্রয়োজন।
আজকের ম্যাচে খেলার সুযোগ পেলে তা জীবনের উল্লেখযোগ্য মুহুর্ত হবে বলেও জানিয়েছেন সিরাজ।
দাদার মতো বোলিং নিয়ে পরামর্শ দিয়েছেন নেহরা, বলছেন আপ্লুত সিরাজ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Nov 2017 12:34 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -