কিংস্টন: দীর্ঘদিন ব্যাট হাতে সাফল্য নেই। শেষ অর্ধশতরান করার পর ৬টি ইনিংসে রান করতে পারেননি। কিন্তু তা সত্ত্বেও নিজের ফর্ম নিয়ে খুব বেশি চিন্তিত নন ভারতীয় দলের মিডল অর্ডারের অন্যতম ভরসা চেতেশ্বর পূজারা। তাঁর বক্তব্য, যতক্ষণ দলের সাফল্যে অবদান রাখতে পারছেন, ততক্ষণ তিনি খুশি।

 

অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৬ রান করেই প্যাভিলিয়নে ফিরে যান পূজারা। ভারতের অধিনায়ক বিরাট কোহলি জানিয়ে দিয়েছেন, তিনি পাঁচ জন বিশেষজ্ঞ ব্যাটসম্যান নিয়েই খেলতে চান। সেক্ষেত্রে পূজারার ফর্ম নিয়ে দলের উদ্বেগ থাকাটাই স্বাভাবিক। তবে সৌরাষ্ট্রের এই ব্যাটসম্যান মোটেই উদ্বিগ্ন নন।

 

নিজের ফর্ম নিয়ে পূজারা বলেছেন, ‘সার্বিকভাবে আমি ভালই ব্যাটিং করছি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও ব্যাটসম্যানদের পক্ষে কঠিন উইকেটে আমি রান করেছি। তাই আমি শতরান বা দ্বিশতরান করছি কি না, সেটা দেখার বদলে দলের সাফল্যে আমার অবদানের বিচার করতে হবে।’

 

অ্যান্টিগায় ভাল শুরু করেও খারাপ শট খেলে আউট হয়ে গিয়েছিলেন পূজারা। তাঁর মতে, প্রথম সেশনে যখন বলের মুভমেন্ট ছিল, তখন তিনি ভাল ব্যাটিং করেছিলেন। কিন্তু তারপরেই আউট হয়ে যান। ব্যাটিং নিয়ে কোচ অনিল কুম্বলের সঙ্গে আলোচনা করেছেন পূজারা। কোচের পরামর্শের ভিত্তিতেই দলের সাফল্যে অবদান রাখতে চাইছেন পূজারা।

 

প্রথম টেস্ট জয়ের পরেই কোহলি বলেছেন, ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করাই তাঁদের লক্ষ্য। পূজারাও একই কথা বলেছেন। তবে তাঁর বক্তব্য, দল প্রতিটি ম্যাচ ধরে ধরে এগোতে চাইছে। টেস্টে এক নম্বর দল হওয়াই ভারতের লক্ষ্য।