নয়াদিল্লি: ২০০৮-এর নভেম্বরে নাগপুরে জীবনের শেষ টেস্ট ম্যাচে সৌরভ গঙ্গোপাধ্যায়কে অধিনায়কত্বের দায়িত্ব পালন করতে বলেন ভারতীয় দলের তৎকালীন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। তিনি যে এরকম করবেন, সেটা ভাবতে পারেননি বলে জানিয়েছেন সৌরভ। তিনি ভারতের বর্তমান দলের ওপেনার ময়ঙ্ক অগ্রবালের সঙ্গে একটি চ্যাট শো ‘ওপেন নেটস উইথ ময়ঙ্ক’-এ জানিয়েছেন, ‘আমি হঠাৎ অধিনায়কত্বের দায়িত্ব পেয়ে একটু অবাকই হয়ে গিয়েছিলাম। আমি এটা আশা করিনি। তবে এমএস ধোনির অধিনায়কত্বে সবসময়ই চমক থাকে। আমরা সেই টেস্ট ম্যাচ জিতছিলাম। আমার মাথায় অবসরের চিন্তা ছিল। সেই তিন-চার ওভারে কী করেছিলাম জানি না।’

সৌরভের শেষ টেস্ট ম্যাচ ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেই ম্যাচের আগেই অবসরের কথা ঘোষণা করেন সৌরভ। ভারতীয় দল সহজেই সেই ম্যাচ জেতে। শেষ দিন সৌরভ মাঠে নামার পর তাঁকে ‘গার্ড অফ অনার’ দেন সতীর্থরা।

চ্যাট শোয়ে সৌরভকে পুরনো কয়েকটি ছবি দেখিয়ে সেই ঘটনাগুলির কথা মনে করতে বলেন ময়ঙ্ক। সৌরভ বলেন, ‘আমার শেষ টেস্ট ম্যাচ ছিল নাগপুরে। এটা শেষ দিনের শেষ সেশনের ঘটনা। আমি বিদর্ভ স্টেডিয়ামে নামছিলাম। সতীর্থরা আমার পাশে দাঁড়িয়ে আমাকে মাঠে নামতে দেয়।’

এরপর সেই ম্যাচের শেষমুহূর্তে ধোনির সৌরভকে অধিনায়কত্বের ভার দেওয়া নিয়ে প্রশ্ন করেন ময়ঙ্ক। সৌরভ জানান, ধোনির এই আচরণে তিনি অবাক হয়ে গিয়েছিলেন।