সৌরভের শেষ টেস্ট ম্যাচ ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেই ম্যাচের আগেই অবসরের কথা ঘোষণা করেন সৌরভ। ভারতীয় দল সহজেই সেই ম্যাচ জেতে। শেষ দিন সৌরভ মাঠে নামার পর তাঁকে ‘গার্ড অফ অনার’ দেন সতীর্থরা।
চ্যাট শোয়ে সৌরভকে পুরনো কয়েকটি ছবি দেখিয়ে সেই ঘটনাগুলির কথা মনে করতে বলেন ময়ঙ্ক। সৌরভ বলেন, ‘আমার শেষ টেস্ট ম্যাচ ছিল নাগপুরে। এটা শেষ দিনের শেষ সেশনের ঘটনা। আমি বিদর্ভ স্টেডিয়ামে নামছিলাম। সতীর্থরা আমার পাশে দাঁড়িয়ে আমাকে মাঠে নামতে দেয়।’
এরপর সেই ম্যাচের শেষমুহূর্তে ধোনির সৌরভকে অধিনায়কত্বের ভার দেওয়া নিয়ে প্রশ্ন করেন ময়ঙ্ক। সৌরভ জানান, ধোনির এই আচরণে তিনি অবাক হয়ে গিয়েছিলেন।