নয়াদিল্লি: ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। আগামীকাল অ্যাডিলেডে পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে ফাইনাল (Final) খেলতে নামতে দেখা যাবে না রোহিত বাহিনীকে। হারের পর থেকে কাঠগড়ায় তোলা হয়েছে একাধিক খেলােয়াড়কে। তাঁদের মধ্যে রয়েছেন রোহিত শর্মা নিজেই। এছাড়াও বোলিং বিভাগকেও রোষের মুখে পড়তে হয়েছে। বীরেন্দ্র সহবাগও এই বিষয়ে নিজের বিবৃতি জানিয়েছেন। এমনকী তিনি মনে করেন এই দলের বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছেন, যাঁদের হয়ত আর দেখা যাবে না আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে। 


কী বলছেন সহবাগ?


টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের পারফরম্যান্স দেখার পর বীরেন্দ্র সহবাগ বলেন, ''আমি নিঃসন্দেহে কিছু বদল চাই। আমি আগামী বিশ্বকাপে কিছু মুখ আর দেখতে চাই না। ২০০৭ বিশ্বকাপের সময়ও এমনটাই হয়েছিল। অনেকগুলো বছর ধরে যাঁরা খেলছিলেন, তাঁরা কেউই সেবার ওই টুর্নামেন্টে যাননি। তরুণ দল সেখানে গিয়েছিল। কেউ আশা করেননি যে তাঁরা ট্রফি জিতে ফিরবে। আমি আগামী বিশ্বকাপেও তেমনই একটা দল দেখতে চাই।''


যদিও কারও নাম উল্লেখ করেননি নজফগড়ের নবাব। তিনি আরও বলেন, ''যদি ভবিষ্যৎ নিয়ে ভাবা হয়, তাহলে এখন থেকেই তা ভাবতে হবে। ২ বছর ধরে একটা দল গড়ে তুলতে হবে। আমি পারফরম্যান্স না করা কিছু সিনিয়র ক্রিকেটারকে আগামী বিশ্বকাপে দেখতে চাই না কোনওভাবেই। আমি চাই নির্বাচকরা সেই ব্যাপারে সিদ্ধান্ত নিক। নতুন নির্বাচন কমিটি, নতুন প্যানেল তৈরি হয়েছে। তাঁদের নতুন মানসিকতা রয়েছে। আশা করি তাঁরা নতুন মুখ তুলে আনবে। তাঁদের সুযোগ দেবেন। যদি তা না হয়, তবে এবারের মতই ফল আগামী বিশ্বকাপেও হবে।''


ইংল্যান্ডের কাছে পর্যদুস্ত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে ভারতকে। তবে প্রতিযোগিতায় অন্য এক সেরার শিরোপার সুযোগ এখনও রয়েছে। টি২০ বিশ্বকাপের সেরা ক্রিকেটারের খেতাব। ফাইনালের প্রাক্কালে অস্ট্রেলিয়ায় টি২০ বিশ্বকাপের মঞ্চ মাতানো ক্রিকেটারদের মধ্যে সেরা ৯ জনের তালিকা বেছে নিয়েছে আইসিসি। 


বিশ্ব ক্রিকেটের সর্বময় নিয়ামক সংস্থার ওয়েবসাইটে গিয়ে সরাসরি তাঁদের পছন্দ জানানোর সুবর্ণ সুযোগ দিয়েছে আইসিসি। যেখানে গিয়ে বিশ্বব্যাপী সমর্থকরা দিতে পারবেন ভোট। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় বেছে নেওয়ার ক্ষেত্রে যা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।


টি ২০ বিশ্বকাপের সেরা ক্রিকেটারের দৌড়ে যারা- 


ভারতের দু'জন ক্রিকেটারের পাশাপাশি ফাইনালে জায়গা করে নেওয়া পাকিস্তানের দুই ক্রিকেটার, অপর ফাইনালিস্ট ইংল্যান্ডের তিন ক্রিকেটার ও জিম্বাবোয়ে ও শ্রীলঙ্কার একজন ক্রিকেটার রয়েছেন ৯ জনের তালিকায়। 


১) বিরাট কোহলি (ভারত) ২) সূর্যকুমার যাদব (ভারত) ৩) শাদাব খান (পাকিস্তান), ৪) শাহিন আফ্রিদি (পাকিস্তান), ৫) স্যাম কুরান (ইংল্যান্ড), ৬) জস বাটলার (ইংল্যান্ড), ৭) অ্যালেক্স হেলস (ইংল্যান্ড), ৮)  সিকান্দার রেজা (জিম্বাবোয়ে) ও ৯) ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)।