নয়াদিল্লি: ইডেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতের তরুণ স্পিনার কুলদীপ যাদবের অসাধারণ পারফরম্যান্সে মুগ্ধ হরভজন সিংহ। তিনি নস্টালজিকও হয়ে পড়েছেন। কারণ, ২০০১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক সিরিজে ইডেন টেস্টেই হ্যাটট্রিক করেছিলেন তিনি। সেই মাঠেই একই প্রতিপক্ষর বিরুদ্ধে অপর এক স্পিনারের হ্যাটট্রিক দেখে তাই উচ্ছ্বসিত ভাজ্জি। তাঁর মতে, এই পারফরম্যান্সের পর এখন কুলদীপকে দল থেকে বাদ দেওয়া খুব কঠিন। যুজবেন্দ্র চাহালও দারুণ পারফরম্যান্স দেখাচ্ছেন। ফলে দুই অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজার দলে সুযোগ পাওয়া কঠিন।


কুলদীপের পারফরম্যান্স প্রসঙ্গে সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে হরভজন বলেছেন, ‘কুলদীপকে বল করতে দেখে আমার ২০০১ সালের মার্চের সেই বিকেলের কথা মনে পড়ে যাচ্ছিল। সেই প্রতিপক্ষ, সেই মুহূর্ত, সেই মাঠ, দু’জনের বয়সও এক। ও দারুণ কৃতিত্বের পরিচয় দিয়েছ। একজন তরুণ স্পিনার কেরিয়ারের শুরুতেই হ্যাটট্রিক করতে পারলে তার আত্মবিশ্বাস অন্য উচ্চতায় পৌঁছে যায়। সব ক্রিকেটারই সারা জীবন ধরে এই সাফল্য উপভোগ করে। ইডেন কাউকে খালি হাতে ফেরায় না। এই সাফল্য ইতিহাসে খোদাই হয়ে থাকবে।’

কুলদীপ ও চাহালের জুটির প্রশংসা করে হরভজন বলেছেন, এই দুই স্পিনার যে কোনও পরিবেশ-পরিস্থিতিতে পিচ থেকে সুবিধা আদায় করে নিতে পারেন। চাহাল খুব ভাল গুগলি করতে পারেন। তাঁর লেগব্রেকও দারুণ। কুলদীপ দু’দিকেই বল ঘোরাতে পারেন। তাঁর দুসরা বল অত্যন্ত কার্যকরী। এই দুই স্পিনার যখন দু’দিক থেকে বল করেন, হাওয়ায় বলের গতির হেরফের হওয়ার ফলে বিপক্ষ ব্যাটসম্যানদের সমস্যা হয়। চাহাল ও কুলদীপ যে পারফরম্যান্স দেখাচ্ছেন, তাতে অশ্বিন ও জাডেজার পক্ষে এখনই একদিনের দলে ফেরা কঠিন।