মুম্বই: বুধবার, ২ জুন। বহুপ্রতীক্ষিত ইংল্যান্ড সফরে রওনা হয়ে গেল টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের মাটিতে জো রুটদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। তবে তার আগে সাউদাম্পটনে রয়েছে আরও বড় লড়াই। কেন উইলিয়ামসনের নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে ভারত। ইংল্যান্ডের উদ্দেশে পাড়ি দেওয়ার আগে ভারত অধিনায়কের গলায় আত্মবিশ্বাসী সুর। কোহলি বলে দিলেন, ইংল্যান্ডে যথেষ্ট প্রস্তুতি না থাকলেও তাঁদের সমস্যা হবে না।
বুধবার বিকেলে মুম্বইয়ে সাংবাদিক বৈঠকে কোহলি বললেন, 'আমি সম্পূর্ণ চাপমুক্ত হয়েই ইংল্য়ান্ডে যাচ্ছি। ভারতীয় ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আগেও আমার ওপর কোনও চাপ ছিল না, এখনও নেই।' করোনার ধাক্কায় মাঝপর্বে আইপিএল স্থগিত হয়ে গিয়েছে। তারপর থেকেই ভারতীয় ক্রিকেটারেরা কার্যত ঘরবন্দি। পরিবারের সঙ্গে কয়েকদিন মাত্র সময় কাটিয়ে সকলে জড়ো হয়েছিলেন মুম্বইয়ে। সেখানে হোটেলে কঠোরভাবে কোয়ারেন্টিনের নিয়ম মেনে তারপর তাঁরা জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করেছেন। সকলে মিলে বুধবার উড়ে গেলেন ইংল্য়ান্ডে। গোটা দল বেশ কিছুদিন প্রস্তুতির মধ্য়ে নেই। অন্যদিকে নিউজ়িল্যান্ড ইতিমধ্যেই শুধু ইংল্যান্ডে পৌঁছেই যায়নি, বুধবার থেকেই লর্ডসে জো রুটদের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলতে শুরু করে দিলেন। ভারতের বিরুদ্ধে টেস্ট ফাইনালের আগে ইংল্যান্ডের সঙ্গে দুই ম্যাচের সিরিজ খেলে ফেলবেন উইলিয়ামসনরা। অনেকের মতে, এটা কিউয়ি ক্রিকেট বোর্ডের মাস্টারস্ট্রোক। ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগে পরিবেশ-পরিস্থিতি নিয়ে অনেক বেশি সড়গড় থাকবেন ব্ল্যাক ক্যাপসরা।
যদিও এই প্রশ্ন উড়িয়ে দিচ্ছেন কোহলি। তিনি বলেছেন, 'পরিবেশ দুই দলের জন্য একইরকম থাকবে। সে তো অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াও পরিবেশের সুবিধা পেয়েছিল। বিমানে ওঠার আগেই যদি বলেন নিউজ়িল্যান্ড এগিয়ে, তো কিছু বলার নেই। আমাদের অন্তত মনে হচ্ছে দুই দলই সমান জায়গায় দাঁড়িয়ে।'
২০১৪ সালে অভিশপ্ত ইংল্যান্ড সফরের কথা ভোলেননি বিরাট। যে সফরে জেমস অ্যান্ডারসনের স্যুইংয়ের সামনে মাথা তুলে দাঁড়াতে পারেননি তিনি। বিরাট বলেছেন, '২০১৪ সালে দাঁডিয়ে ভাবতে পারিনি ২০২১ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলব।'