কলকাতা: আইলিগে টানা দ্বিতীয় জয় মোহনবাগানের৷ চার্চিল-বধের পর ঘরের মাঠে লাজং এফসি-কে ২-০ গোলে উড়িয়ে দিল সবুজ মেরুন৷ জোড়া গোল করে ম্যাচের নায়ক ডারেল ডাফি৷
কথা রাখলেন সঞ্জয় সেন৷ আইলিগের দ্বিতীয় হোম ম্যাচ থেকেও পুরো তিন পয়েন্ট তুলল সবুজ মেরুন৷ শুক্রবার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে বাগানের হাতে লাজং-বধ৷ সৌজন্যে ডারেল ডাফি৷ স্কটিশ স্ট্রাইকারের জোড়া গোলের হাত ধরেই আরও তিন পয়েন্ট পকেটে পুরল সঞ্জয় ব্রিগেড৷ অসুস্থতা নিয়ে সমস্ত জল্পনা উড়িয়েই এদিন বলবন্তের সঙ্গে শুরু করেন ডাফি৷ প্রথম থেকে সমানে-সমানে লড়াই৷ তবে, বারবার লাজংয়ের ডিফেন্স চিরে ঢুকতে থাকেন ডাফি, বলবন্তরা৷ ২১ মিনিটের মাথায় লাজং ডিফেন্ডারদের বোকা বানিয়ে ডাফির দুরন্ত গোল৷ দ্বিতীয়ার্ধে ৭৭ মিনিটের মাথায় ফের ডাফি ম্যাজিক৷ প্রণয়ের লম্বা পাস থেকে বল বক্সের মধ্যে ডাফির উদ্দেশে চিপ করেন বলবন্ত৷ সেই বল গোলের ঠিকানায় পাঠাতে কোনও ভুল করেননি বাগানের বিদেশি৷ চার্চিল ম্যাচের পর সমালোচনা হলেও এদিন স্কটিশ স্ট্রাইকারের পারফরমেন্সে সন্তুষ্ট সবুজ মেরুনের হেডস্যার৷ চার্চিলকে হারানোর পর লাজং বধ৷ ২ ম্যাচে জয়ের সুবাদে বাগানের ঝুলিতে এখন ৬ পয়েন্ট৷