কলকাতা: ইংলিশ প্রিমিয়ার লিগে কোভিড (covid19) থাবা দিয়েছিল। এবার আই লিগেও কোভিডের থাবা। জানা গিয়েছে, আই লিগে খেলা(I-League) কয়েকটি দলের, কয়েকজন ফুটবলার করোনা আক্রান্ত হয়েছেন। জানা গিয়েছে যে, বায়ো বাবলে থাকার পরেও কম করে ১৫ জন ফুটবলারের শরীরে কোভিড বাসা বেঁধেছে! করোনা কাঁটায় বেসামাল আই লিগ। বৃহস্পতি ও শুক্রবার আই লিগের ম্যাচ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে লিগ কমিটির বৈঠকে। ফুটবলারদের করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত আই লিগের চতুর্থ এবং পঞ্চম রাউন্ডের ম্যাচ হবে কি না, তা পরে সিদ্ধান্ত নেওয়া হবে।


মনে করা হচ্ছে দুই সপ্তাহের জন্য বন্ধ থাকতে পারে এই টুর্নামেন্ট। রিয়াল কাশ্মীরের (real kashmir) মোট ৮ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। মহামেডানেরও একজন সাপোর্ট স্টাফও করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। আই লিগের তরফে ট্যুইটারে জানানো হয়েছে, “কয়েকটি টিমের মধ্যে কিছু করোনা পজিটিভের রিপোর্ট এসেছে। লিগ বিষয়টির উপর বিশেষ নজর রাখছে এবং ইতিমধ্যে ক্লাবগুলির সঙ্গে এ ব্যাপারে কথা বলেছে। এ ছাড়া আজ বিকেলে লিগের কমিটির জরুরি সভাও ডাকা হয়েছে। শীঘ্রই আরও বিস্তারিত তথ্য আসছে।” আপাতত টুর্নামেন্টের ম্যাচ বন্ধ করার কথা ঘোষণা করা হয়েছে। গতকাল নিয়ম মেনে করোনা পরীক্ষা করানো হয়েছিল। সেই পরীক্ষার রিপোর্ট আসতেই দেখা গিয়েছে, তিনটি দলের ফুটবলার ও সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হয়েছেন। 


 



গত ২৬ তারিখ থেকে শুরু হওয়া এ বারের আই লিগে মোট ১৩টি দল অংশ নিয়েছে। এই মুহূর্তে লিগ টেবলের শীর্ষে রয়েছে রাউন্ডগ্লাস পঞ্জাব এফসি। দ্বিতীয় থেকে পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে, নারোকা এফসি, রিয়াল কাশ্মীর, মহমেডান এফসি এবং গোকুলাম। 


আরও পড়ুন: ' সৌরভের অক্সিজেনের মাত্রা স্বাভাবিক', আর কী জানানো হল মেডিক্যাল বুলেটিনে?