ওয়াশিংটন : মাইক্রো ব্লগিং সাইট ট্যুইটারের (Twitter) সঙ্গে ৪৪ বিলিয়ন ডলারের চুক্তি বাতিলের পর এবার নতুন উদ্যোগ। ইংল্যান্ডের অন্যতম সেরা ফুটবল ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) কিনতে চলেছেন তিনি। এমনই ঘোষণা করলেন ইলন মাস্ক (Elon Musk)।
কী বলছেন মাস্ক ?
ট্যুইটারে তিনি লিখেছেন, "পরিষ্কার করে বলতে গেলে আমি রিপাবলিকান পার্টির (Republican Party) লেফ্ট হাফ ও ডেমোক্রেটিক পার্টির (Democratic Party) রাইট হাফকে সমর্থন করি।" এই ট্যুইটারের কিছুক্ষণ পর তিনি বলেন, "ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কিনতে চলেছি। আপনাদের স্বাগত।"
আরও পড়ুন ; ট্যুইটারের সঙ্গে ৪৪ বিলিয়ন ডলারের চুক্তি বাতিল ! আইনের ফাঁসে ইলন মাস্ক ?
এই ট্যুইট করার সময় মাস্ক কতটা সিরিয়াসলি তা বলেছেন, তা নিশ্চিত করা বোঝা সম্ভব নয়। যদিও তাঁর এই ইঙ্গিতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে জল্পনা শুরু হয়েছে।ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের একাংশ ভক্ত, ক্লাবের এখনকার আমেরিকান মালিক গ্লেজার পরিবারের প্রস্থান চাইছে। কারণ, সম্প্রতিকারলে খারাপ পারফরম্যান্স করেছে দল। এই পরিস্থিতিতে মাস্কের ট্যুইট ঘিরে জল্পনা শুরু হয়েছে।
এক ট্যুইটার ব্যবহারকারী জানতে চেয়েছেন, সত্যিই কি উনি দল কিনতে চলেছেন ? নাকি ফালতু বকছেন !
প্রসঙ্গত, ট্যুইটারের সঙ্গে চুক্তি নিয়ে প্রথম থেকেই একরোখা মনোভাব নিয়েছিলেন মাস্ক। কোম্পানির ম্যানেজমেন্ট নিয়ে ট্যুইটার বোর্ডের কাছে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। এখানেই শেষ নয়। মাইক্রো ব্লগিং সাইটের ভুয়ো অ্যাকাউন্টের পুরো হিসেব জানতে চেয়েছিলেন এই ধনকুবের। যদিও কোম্পানির তরফ থেকে বলা হয়, মাস্ক যা ভাবছেন তেমনটা নয়। ট্যুইটারে বিপুল পরিমাণ ভুয়ো অ্যাকাউন্ট নেই। যদিও কোম্পানির এই বক্তব্য শুনে উল্টে ব্যঙ্গ করতে ছাড়েননি টেসলার প্রধান। শোনা যায়, সেই কারণেই ট্যুইটারের সঙ্গে চুক্তি বাতিলের পথে হেঁটেছেন মাস্ক।
এলন মাস্ক দাবি করেন, ট্যুইটার কর্তৃপক্ষ চুক্তির বেশ কয়েকটি ধারা ভঙ্গ করেছে। তারা স্প্যাম ও ভুয়ো অ্যাকাউন্ট সম্পর্কে পর্যাপ্ত তথ্য দিতে ব্যর্থ হয়েছে। সেই কারণেই তিনি ট্যুইটার কেনার চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন বলে মাস্ক জানান। মাস্কের এই ঘোষণার পরেই ট্যুইটারের শেয়ার ৭% পড়ে যায়। চলতি বছরের এপ্রিলে ট্যুইটার সংস্থা কিনে নেওয়ার কথা ঘোষণা করেন মার্কিন ধনকুবের এলন মাস্ক। তারপর থেকেই চলছিল টানাপোড়েন।