ওভাল: অ্যাশেজের (Ashes 2023) চতুর্থ টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ড্র করেছে অস্ট্রেলিয়া (England vs Australia)। আর তারপর থেকেই প্যাট কামিন্সের (Pat Cummins) নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই সমালোচনা করছেন অজি পেসারের। সেই ম্যাচে টস হেরে যান কামিন্স (Pat Cummins)। কিন্তু ওল্ড ট্র্যাফোর্ডে কামিন্সের বোলিং পরিবর্তন থেকে শুরু করে ফিল্ড প্লেসিং সব নিয়েই সমালোচনা শুরু হয়েছে। বেশ কয়েকজন প্রাক্তন অজি বোলার ইংল্যান্ডের ২৭৫ রান লিড পাওয়ার পেছনে নিউ সাউথ ওয়েলসের বোলারের কৌশলকেও দায়ী করেছেন।
তবে সমালোচনা নিয়ে বেশি ভাবতে নারাজ কামিন্স। দ্য ওভালে আগামীকাল থেকে শুরু হতে চলা অ্যাশেজের শেষ টেস্টেই আপাতত মন দিতে চাইছেন কামিন্স। তিনি বলছেন, ''কিছু বিষয়ে আমার নজরে এসেছে। সতীর্থদের সঙ্গেও কথা বলেছি। গত ২ বছর হল আমি অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলাচ্ছি। ধীরে ধীরে মানুষ শেখে প্রতিটা বিষয়ে। আমি সবাইকে খুশি করতে পারব না। সবাইকে খুশি করতে চাইছিও না। সবার নিজস্ব মতামত রয়েছে।''
চতুর্থ টেস্টে নিজেও বল হাতে সাফল্য পাননি কামিন্স। ২৩ ওভার বল করে ১২৯ রান খরচ করে মাত্র ১ উইকেট ঝুলিতে পুরে নিয়েছিলেন তিনি। উল্লেখ্য, ২০০১ সালে শেষবার ইংল্য়ান্ডের মাটিতে অ্যাশেজ সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। পঞ্চম টেস্ট জিতে ২২ বছরের অপেক্ষার অবসান ঘটাতে চাইবে কামিন্স অ্যান্ড কোং।
কামিন্স আরও বলছেন, ''এই অস্ট্রেলিয়া দলে ১০০ টেস্ট খেলা বা ১৫ বছর ধরে প্রথম শ্রেণির ম্যাচ খেলা অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়ার রয়েছেন। ফলে তাঁদের অভিজ্ঞতাও অনেক কাজে লাগে মাঠে। আমি তাঁদের থেকেও শিখছি।''
একই দল ধরে রাখল ইংল্যান্ড
গত ম্যাচের ১৫ জনের দলই পরের টেস্টের জন্য বহাল রাখল ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট। তবে ম্যাচের একাদশ কিন্তু এখনও ঘোষণা করা হয়নি। ম্যাচের দিন আরও এগিয়ে আসলে বেন স্টোকসরদের তরফে একাদশ ঘোষণা করা হবে বলেই মনে করা হচ্ছে। দলের খেলোয়াড়দের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা বিচার বিবেচনা করেই পঞ্চম টেস্টের জন্য ইংল্যান্ডের একাদশ ঘোষণা করা হবে।
পঞ্চম টেস্টে ইংল্যান্ডের স্কোয়াড:-
বেন স্টোকস (অধিনায়ক), মঈন আলি, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, হ্যারি ব্রুক, জ়্যাক ক্রাউলি, বেন ডাকেট, ড্যান লরেন্স, অলি রবিনসন, জো রুট, জস টাঙ, ক্রিস ওকস, মার্ক উড