জোহানেসবার্গ: নেটে ব্যাট করছেন বিরাট কোহলি। আর সিলি পয়েন্টে দাঁড়িয়ে হাতে আই-প্যাড নিয়ে সেই ছবি বন্দি করছেন দলের ভিডিও অ্যানালিস্ট। ওয়ান্ডারার্সের এই ছবি নিয়ে কৌতুহল তুঙ্গে।


চলতি দক্ষিণ আফ্রিকা সফরে তিন টেস্টের প্রথম দুটি হেরে ইতিমধ্যেই সিরিজ খুইয়েছে ভারতীয় দল। তৃতীয় টেস্ট জিতে হারানো সম্মান কিছুটা হলেও ফিরে পেতে মরিয়া টিম ইন্ডিয়া।


অধিনায়ক বিরাট কোহলি নিজে শতরান করলেও, সার্বিক ব্যাটিং ব্যর্থতার জন্যই যে দল হেরেছে, তা তিনি স্বীকার করে নিয়েছেন। ব্যর্থতার ধারা কাটিয়ে উঠতে যে ভারতীয় দল বদ্ধপরিকর, তা দলের অভিনব অনুশীলনেই স্পষ্ট।


যেমনটা দেখা গেল সোমবার ওয়ান্ডারার্সে। এদিন দলের ভিডিও অ্যানালিস্টকে সঙ্গে নিয়ে অনুশীলন সারলেন কোহলি। তবে, তাতে ছিল যথেষ্ট চমক। ব্যাটসম্যান যেখানে স্টান্স নেয়, তার ঠিক ৪৫ ডিগ্রিতে হাতে আই-প্যাড নিয়ে দাঁড়িয়ে রয়েছেন দলের ভিডিও অ্যানালিস্ট ধনঞ্জয়। কোহলির ব্যাটিং সেখান থেকে রেকর্ডিং করছেন তিনি।


সাধারণত, ভিডিও অ্যানালিস্টরা বোলার বা উইকেটকিপারের পিছনে দাঁড়িয়ে এই রেকর্ডিং করে থাকেন। কিন্তু, সিলি পয়েন্ট পজিশনে দাঁড়িয়ে এই রেকর্ডিং করাটা সচরাচর দেখা যায় না। ফলে, স্বভাবতই এই অভিনব অনুশীলন নিয়ে অনেকের মনে কৌতুহলের সৃষ্টি হয়েছে।


কিন্তু, কেন এই পদ্ধতি? টিম ম্যানেজমেন্টের এক সদস্য জানিয়েছেন, অনেকক্ষেত্রে শর্ট অফ লেংথ বা থ্রি-কোয়ার্টার লেংথের বলকে খোঁচা মারার এক প্রবণতা রয়েছে অধিনায়কের। অতীতে, ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন তাঁকে বহুবার এভাবে আউট করেছেন। চলতি সফরেও, মর্নি মর্কেল ও ভার্নন ফিল্যান্ডার তাঁকে এইভাবে আউট করেছেন।


বস্তুত, বাউন্সে ভরা ওান্ডারার্সের পিচে মর্কেল বা ফিল্যান্ডার তাঁকে ক্রমাগত শর্ট-পিচড বল দিয়ে আক্রমণ করবে, তা বিলক্ষণ জানেন কোহলি। তাই ফের ওই ফাঁদে পা দিয়ে নিজের উইকেট খোয়াতে চাইছেন না তিনি।