হারারে: বিরাট কোহলি বনাম বাবর আজম। বিশ্ব ক্রিকেটের ২ তারকা ব্যাটারের মধ্যে কে এগিয়ে, তা নিয়ে বিস্তর তর্ক-বিতর্ক চলতেই থাকে। বয়স, অভিজ্ঞতা, রানের বিচারে প্রাক্তন ভারত অধিনায়ক অনেক এগিয়ে থাকলেও, অনেকেই মনে করছেন যে পাকিস্তান অধিনায়কের সাম্প্রতিক ফর্ম ও ধারাবাহিকতা বিরাটের সমকক্ষ। যদিও বিরাটের এই মুহূর্তে ব্যাডপ্যাচ চলছে। তবে জিম্বাবোয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা বিরাট বনাম বাবর ইস্যুতে এক গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন।
কী বলছেন সিকান্দার রাজা?
কে সেরা বাবর না বিরাট? ভারতের বিরুদ্ধে আসন্ন সিরিজে নামার আগে সিকান্দার রাজা এই প্রশ্নের উত্তরে বলেন, ''বিরাট একজন অল ফরম্যাটের খেলোয়াড়। আমি বিরাটকে টাইগার উডস এবং মহম্মদ আলির মতো একই সারিতে রাখতে চাই, এই মানুষগুলো তাঁদের খেলায় বিপ্লব এনেছিল। নতুন কিছু করার চেষ্টা করে তাঁরা। যা সবাই অনুসরণ করেছিল। খেলাধুলোর ক্ষেত্রে ফিটনেস একটা বড় ইস্যু। আর বিরাট এই বিষয়টাতেই তরুণ প্রজন্মকে বারবার উৎসাহিত করে গিয়েছেন।''
বিরাটের সাম্প্রতিক অফফর্ম নিয়ে প্রশ্ন করা হলে সিকান্দার রাজা বলেন, ''আমার মনে হয় না যে আমি বিরাটের ব্যাটিং নিয়ে কিছু বলার যোগ্য। আমি অতটা অভিজ্ঞও নই। কারণ একটা মানুষ যখন আন্তর্জাতিক ক্রিকেটে ১৬-২০ হাজার রান করে, তখন তাঁকে নিয়ে সমালোচনা করা মানায় না। আমার মনে হয় মানুষের ওঁকে নিয়ে সমালোচনা না করে চুপ থাকা উচিৎ। এই সময় বিরাটকে শান্তিতে থাকতে দেওয়া উচিৎ।''
বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে টানা ২টো ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে লাইমলাইটে উঠে এসেছিলেন সিকান্দার রাজা। প্রথম ওয়ান ডে ম্যাচে অপরাজিত ১৩৫ ও দ্বিতীয় ম্যাচে অপরাজিত ১১৭ রান করেছিলেন। সিরিজ সেরাও নির্বাচিত হয়েছিলেন তিনি।
১৮ অগাস্ট শুরু ভারত-জিম্বাবোয়ে সিরিজ
১৮ অগাস্ট থেকে শুরু হতে চলেছে ভারত-জিম্বাবোয়ের ওয়ান ডে সিরিজ। তার আগে জিম্বাবোয়ের উদ্দেশে রওনা দিল টিম ইন্ডিয়া। শনিবার মাঝারতেই জিম্বাবোয়ের উদ্দেশে রওনা দেয় টিম ইন্ডিয়া। এই সফরেই প্রথমবার জাতীয় দলের ওয়ান ডে স্কোয়াডে সুযোগ পেয়েছেন রাহুল ত্রিপাঠি। মহারাষ্ট্র দলের সতীর্থ রুতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে হাসিমুখেই ছবিতে ধরা দেন রাহুল। এই সফরে ভারতীয় দলের কোচের ভূমিকায় রাহুল দ্রাবিড় নয়, তাঁকে বিশ্রাম দেওয়ায় কোচের হিসাবে দেখা যাবে ভিভিএস লক্ষ্মণকে।