কানপুর: বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দলের প্রশংসায় পঞ্চমুখ কিংবদন্তি সচিন তেন্ডুলকর। তাঁর আশা, আগামী ৮-১০ বছর এই দলে বিশেষ বদল হবে না। এক দশক ক্রিকেট বিশ্ব শাসন করবে ভারতীয় দল।


ভারতের ৫০০-তম টেস্ট ম্যাচ উপলক্ষে কানপুরে এসেছেন সচিন। সেখানে খেলা দেখার ফাঁকে তিনি বলেছেন, ‘আমাদের এই দলের কম্বিনেশন খুব ভাল। সবচেয়ে ভাল দিক হল, এই দলের সব খেলোয়াড়ই তরুণ। তারা বেশ কিছুদিন খেলবে। দলে যেমন ম্যাচ জেতানোর উপযুক্ত ক্রিকেটার আছে, তেমনই দলে ভারসাম্যও আছে। এই দলই ধরে রাখা উচিত। কয়েকটি বদল হতেই পারে। কিন্তু সব খেলোয়াড় যদি সুস্থ এবং খেলার উপযুক্ত অবস্থায় থাকে, তাহলে এই দলের ভবিষ্যৎ উজ্জ্বল।’

ভারতের ৫০০ টেস্টের ২০০টিতেই খেলেছেন সচিন। তিনিই ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি রান করেছেন। স্বভাবতই ক্রিকেট নিয়ে সচিনের বক্তব্য সবসময় গুরুত্বপূর্ণ। ভারতীয় দল নিয়ে আশাবাদী হলেও, ক্রিকেট খেলায় ব্যাটসম্যানরা অনেক বেশি সুবিধা পাচ্ছেন বলে মনে করেন সচিন। তাঁর মতে, খেলায় ভারসাম্য আনা জরুরি।