শাংহাই: গত দেড় বছরে বারবার অনেকগুলো টুর্নামেন্টে একেবারে শেষে এসে তরী ডুবেছে। শাংহাই মাস্টার্সের ফাইনালে পৌঁছেছিলেন। কিন্তু সেখানেও বিশ্বের এক নম্বর জ্যানিক সিনারের কাছে হেরে গিয়েছিলেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। ফরাসি ওপেন চ্যাম্পিয়নের বিরুদ্ধে স্ট্রেট সেটে হারতে হয় প্যারিস অলিম্পিক্স সোনাজয়ী জকোভিচকে। তবে ফাইনালে হারের পরও এখনও নিজেকে 'শেষ' মানছেন না সার্বিয়ান টেনিস তারকা। ২৪ গ্র্যান্ডস্লামের মালিক জানিয়ে দিলেন পরের মরশুমেও তিনি কোর্টে নামতে চলেছেন। 


কিছুদিন আগেই নাদাল টেনিস কেরিয়ারকে বিদায় জানিয়েছেন। আরও দু বছর আগে রজার বিদায় নিয়েছিলেন। আধুনিক টেনিসের ত্রয়ীর মধ্যে একমাত্র খেলছেন জকোভিচ। ৩৭ পেরনো সার্বিয়ান টেনিস তারকাও কিন্তু তাঁর কেরিয়ারের একেবারে সায়াহ্নে। পুরুষদের টেনিস সর্বাধিক ২৪ গ্র্যান্ডস্লামের মালিক যদিও একটি গ্র্যান্ডস্লাম আরও জিততে চাইবেন। সেক্ষেত্রে পুরুষ ও নারী মিলে টেনিসে সর্বাধিক গ্র্যান্ডস্লামের মালিক হবেন জকোভিচ। শাংহাই মাস্টার্সের ফাইনালে হারের পর জকোভিচ বলছেন, ''আমি জানি না ভবিষ্যতে কী হবে। তব এই মরশুমটা ফলের নিরিখে আমার জন্য সবচেয়ে বাজে একটা মরশুম গেল। তবে আমি পরিশ্রম করব। আমি নিজেকে আরও শক্তিশালী করে তৈরি করব। পরের মরশুমে ফের কোর্টে ফিরতে চাই। আবার গ্র্যান্ডস্লামে খেলতে চাই।''


 






শাংহাই মাস্টার্স ফাইনাল জিতলে কেরিয়ারের ১০০ তম শিরোপা জিততেন জকোভিচ। কিন্তু ম্য়াচে ৭-৬ (৭-৪), ৬-৩ ব্যবধানে হেরে যান সার্বিয়ান তারকা। প্রথম সেটে লড়াই তুল্যমূল্য হলেও পরের সেটে সিনারের বিরুদ্ধে দাঁড়াতেই পারেননি অভিজ্ঞ এই টেনিস তারকা। ২৩ বছর বয়সি সিনার চলতি বছরে ৭১টি ম্যাচ খেলে অস্ট্রেলিয়ান ওপেন ও ইউএস ওপেনের শিরোপা সহ ৬৫ ম্যাচেই জিতেছেন। এই নিয়ে টানা ৩ বার নোভাককে হারালেন সিনার।


উল্লেখ্য, কিছুদিন আগেই টেনিসকে আলবিদা জানিয়েছেন রাফায়েল নাদাল। আগামী মাসে স্পেনের হয়ে ডেভিস কাপের ফাইনালে শেষবার টেনিস কোর্টে খেলতে নামবেন ৩৮ বছরের এই কিংবদন্তি টেনিস তারকা। মালাগায় হতে চলা এই ম্য়াচেই শেষবার খেলতে দেখা যাবে নাদালকে। গত দুটো মরশুমে টানা চোটের জন্য ভুগতে হয়েছে নাদালকে। গত বছরই জানিয়ে দিয়েছিলেন যে এই মরশুমের শেষেই হয়ত টেনিসকে বিদায় জানাতে পারেন। সেই সিদ্ধান্তেই বহাল থাকলেন।