নয়াদিল্লি: ২০০৬ সালে ফয়সলাবাদ টেস্টে ইচ্ছাকৃতভাবে মহেন্দ্র সিংহ ধোনিকে বিমার দিয়েছিলেন। ১৪ বছর পরে স্বীকার করলেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার। তিনি ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ ইউটিউব চ্যানেল ‘আকাশবাণী’-তে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘আমার জীবনে প্রথমবার ইচ্ছাকৃতভাবে বিমার দিয়েছিলাম। আমার সেটা করা উচিত হয়নি। এর জন্য আমার আক্ষেপ হয়। উইকেট মন্থর ছিল। ধোনি ভাল খেলছিল। আমি জোরেই বোলিং করছিলাম। কিন্তু তা সত্ত্বেও ধোনি মারছিল। আমি হতাশ হয়ে পড়েছিলাম। আমি ৮-৯ ওভারের একটা স্পেল করি। ধোনি শতরান করে। আমি ইচ্ছাকৃতভাবে বিমার দেওয়ার জন্য ধোনির কাছে ক্ষমা চেয়ে নিই।’



শোয়েব যে ম্যাচের কথা উল্লেখ করেছেন, সেটি ছিল সিরিজের দ্বিতীয় টেস্ট। সেই ম্যাচেই টেস্টে তাঁর প্রথম শতরান করেন ধোনি। তিনি ১৯টি বাউন্ডারি ও চারটি ছক্কার সাহায্যে ১৪৮ রান করেন। এক ওভারে শোয়েবকে তিনটি বাউন্ডারি মারেন ভারতের এই উইকেটকিপার-ব্যাটসম্যান। এরপরেই বিমার দেন শোয়েব।

কাকতালীয়ভাবে টেস্ট ও একদিনের আন্তর্জাতিক, দুই ফর্ম্যাটেই নিজের পঞ্চম ম্যাচে প্রথম শতরান করেন ধোনি। আরও উল্লেখযোগ্য বিষয় হল, দুই ফর্ম্যাটেই ধোনির প্রথম শতরান পাকিস্তানের বিরুদ্ধে এবং দুই ক্ষেত্রেই রান ১৪৮।