লন্ডন: এবারের অ্যাশেজে এখনও পর্যন্ত বড় রান পাননি। বাজেভাবে আউটও হতে হয়েছে কয়েকবার। তবে অস্ট্রেলিয়ার তারকা অভিজ্ঞ ওপেনার ডেভিড ওয়ার্নার মনে করেন যে আগের বার, অর্থাৎ ২০১৯ সালের অ্যাশেজের থেকে এবারের পারফরম্যান্স তাঁর ভাল। অজি তারকা মনে করেন যে কিছুটা দুর্ভাগ্যের শিকারও হয়েছেন তিনি। যার ফলে বড় রান এবারের সিরিজে পাননি।
এখনও পর্যন্ত চারটি টেস্ট খেলা হয়ে গিয়েছে। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। আগামীকাল থেকে দ্য ওভালে শুরু হতে চলেছে সিরিজের শেষ টেস্ট। এই ম্যাচ ইংল্যান্ড জিতলে সিরিজ ড্র হবে। সেক্ষেত্রেও সফরকারী দল অস্ট্রেলিয়াই ট্রফি তাঁদের দেশে নিয়ে যাবে। আর যদি অজিরা জেতে তবে তাঁরা এমনিতেই সিরি ৩-১ ব্যবধানে জিতে নেবে। ওযার্নার বলছেন, "পরিসংখ্যান হিসেবে দেখতে গেলে গতবারের থেকে অ্যাশেজে এবার অনেক ভাল পারফর্ম করেছি ইংল্য়ান্ডে। কিন্তু কিছু সময় দুর্ভাগ্যের শিকারও হয়েছি। কিছু সময় হয়েছে যেখানে আমি স্যুইং খেলতে না চেয়ে ছেড়ে দিয়েছি, কিন্তু বল ব্যাটের কানায় লেগ ক্যাচ আউট হতে হয়েছে আমাকে।''
২০১৯ সালে ওয়ার্নার যখন ইংল্যান্ড সফরে অ্যাশেজ খেলতে এসেছিল, তখন ১০ ইনিংসে মাত্র ৯৫ রান করেছিলেন। তবে ৩৬ বছরের এই ওপেনার এবার এখনও পর্যন্ত আট ইনিংস খেলেছেন। রান করেছেন ২০১ রান। লর্ডসে একটি গুরুত্বপূর্ণ অর্ধশতরান রয়েছে তার মধ্যে।
ওয়ার্নার আরও বলেন, ''আমি মনে করি যে আমি ভাল অবদান রাখতে পারছি দলের জন্য়। আমরা একটা ইউনিট হিসেবে খেলার চেষ্টা করছি। দল হিসেবে গোটা সিরিজে আমরা ভাল খেলছি। আমি মানসিকভাবেও ভাল জায়গায় রয়েছি।''
এদিকে, গত ম্যাচের ১৫ জনের দলই পরের টেস্টের জন্য বহাল রাখল ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট। তবে ম্যাচের একাদশ কিন্তু এখনও ঘোষণা করা হয়নি। ম্যাচের দিন আরও এগিয়ে আসলে বেন স্টোকসরদের তরফে একাদশ ঘোষণা করা হবে বলেই মনে করা হচ্ছে। দলের খেলোয়াড়দের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা বিচার বিবেচনা করেই পঞ্চম টেস্টের জন্য ইংল্যান্ডের একাদশ ঘোষণা করা হবে।
পঞ্চম টেস্টে ইংল্যান্ডের স্কোয়াড:-
বেন স্টোকস (অধিনায়ক), মঈন আলি, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, হ্যারি ব্রুক, জ়্যাক ক্রাউলি, বেন ডাকেট, ড্যান লরেন্স, অলি রবিনসন, জো রুট, জস টাঙ, ক্রিস ওকস, মার্ক উড