নয়াদিল্লি: ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় প্রথম টি-২০ বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে মিসবা-উল-হকের ক্যাচ ধরে ভারতকে জিতিয়েছিলেন শান্তাকুমারন শ্রীসন্ত। ২০১১ সালে দেশের মাটিতে বিশ্বকাপজয়ী দলেও ছিলেন তিনি। আইপিএল-এ স্পট ফিক্সিংয়ের দায়ে নির্বাসিত হওয়ার পর থেকেই জাতীয় দলের বাইরে কেরলের এই ক্রিকেটার। বিরাট কোহলিদের সঙ্গে এই ডানহাতি পেসারকে আর খেলতে দেখার সম্ভাবনা কার্যত নেই। তবে শ্রীসন্ত জাতীয় দলে ফেরার বিষয়ে আশাবাদী। শুধু তাই নয়, তিনি ২০২৩ বিশ্বকাপও জেতাতে চান ভারতকে।


ইনস্টাগ্রাম লাইভ সেশনে শ্রীসন্ত জানিয়েছেন, ‘আমি অনেক বছর ধরে সুযোগের অপেক্ষায় আছি। বাস্তববাদী হওয়ার চেষ্টা করেছি। তবে এখন আমি আর বাস্তববাদী থাকতে পারছি না। আমি অসম্ভবের লক্ষ্যে এগিয়ে যেতে চাইছি। সেই লক্ষ্য বাস্তব হয়েও যাচ্ছে। এখন আমার অবাস্তব লক্ষ্য হল, ২০২৩ বিশ্বকাপে খেলব এবং ভারতকে জেতাব। তারপর আমি অবসর নেব। মিসবা ৪২ বছর বয়স পর্যন্ত খেলেছে, সচিন (তেন্ডুলকর) পাজি ৪২ বছর পর্যন্ত খেলেছেন, রাহুলভাই (দ্রাবিড়) ৪২ বছর পর্যন্ত আইপিএল খেলেছেন।’

২০০৫-এর অক্টোবরে একদিনের আন্তর্জাতিকে অভিষেক হয় শ্রীসন্তের। তিনি ২০১১ সালে শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন। আইপিএল-এ কিংস ইলেভেন পঞ্জাব, কোচি টাস্কার্স ও রাজস্থান রয়্যালসের হয়ে খেলেন তিনি। এ বছরের অগাস্টে তাঁর নির্বাসনের মেয়াদ শেষ হচ্ছে। এরপর মাঠে ফিরতে পারেন এই ক্রিকেটার। তবে তাঁর জাতীয় দলে ফেরা প্রায় অসম্ভব।