সিডনি: ঝুঁকিপূর্ণ শট খেলতে ভালবাসেন। বোলারদের শাসন করা তাঁর প্রিয়। ব্যাট হাতে বেপরোয়া হতে গিয়ে কয়েকবার উইকেটও খুইয়েছেন। সেই ডাকাবুকো ঋষভ পন্থ স্বীকার করে নিলেন, নব্বই রানে পৌঁছনোর পর স্নায়ুর চাপে ভুগছিলেন তিনি।

সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে দুরন্ত সেঞ্চুরি করেছেন দিল্লির বাঁহাতি ব্যাটসম্যান। অপরাজিত ১৫৯ রানের ইনিংস খেলার ফাঁকে তিনি ভেঙে দিয়েছেন একাধিক রেকর্ড। প্রথম ভারতীয় উইকেটকিপার হিসাবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করেছেন।

দ্বিতীয় দিনের খেলার শেষে সাংবাদিক বৈঠকে ঋষভকে প্রশ্ন করা হয়েছিল, নব্বইয়ে পৌঁছনোর পর কীরকম অনুভূতি হচ্ছিল? ভারতীয় উইকেটকিপার বলেন, ‘আমি কিছুটা স্নায়ুর চাপে ভুগছিলাম। দেশের মাটিতে যখন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ খেলছিলাম, শেষ দুই ইনিংসে দু’বারই ৯২ রান করে আউট হয়ে গিয়েছিলাম। তাই একটু ভয়েই ছিলাম। যদিও সেই মানসিক অবস্থা দ্রুত কাটিয়ে উঠেছিলাম।’



মিড উইকেট দিয়ে বাউন্ডারি মেরে সেঞ্চুরি সম্পূর্ণ করার পরই ব্যাট ঘুরিয়ে উৎসব শুরু করেছিলেন ঋষভ। পরে হেলমেট খুলে হুঙ্কার দেন। সাংবাদিক বৈঠকে তাঁর সেঞ্চুরির উৎসব নিয়ে প্রশ্ন করা হলে ঋষভ বলেন, ‘সেলিব্রেশনের ভঙ্গি আমার খুব ভাল লেগেছে। আগে থেকে পরিকল্পনা করিনি এমন কিছু করব বলে। যেরকম অনুভূতি এসেছিল, সেটাই প্রকাশ করেছিলাম।’

ঋষভ জানান, চেতেশ্বর পূজারা ও রবীন্দ্র জাডেজার সঙ্গে ক্রিজে ছিলেন বলে তিনি অনেক চাপমুক্ত ভাবে ব্যাটিং করতে পেরেছেন।