নয়াদিল্লি: আফগানিস্তানে তাঁর প্রচুর মহিলা ভক্ত। বিয়ের প্রস্তাবও পেয়ে থাকেন প্রায়শই। যদিও তারকা স্পিনার রশিদ খান জানিয়ে দিলেন, এখন বিয়ে করার কোনও পরিকল্পনা নেই তাঁর। আফগানিস্তান বিশ্বকাপ জিতলে তবেই বিয়ে করতে চান তিনি!
সম্প্রতি তাঁর বিয়ে নিয়ে সমস্ত জল্পনা উড়িয়ে দিয়েছেন রশিদ। বলেছেন, ‘আফগানিস্তান বিশ্বকাপ জিতলে তবেই আমি বাগদান ও বিয়ে করব।’
গত মাসেই মাতৃবিয়োগ হয়েছে আফগানিস্তানের তারকা ক্রিকেটারের। ট্যুইটারে তিনি নিজেই সেই দুঃসংবাদ জানিয়েছিলেন। সাম্প্রতিককালে সীমিত ওভারের ক্রিকেটে আফগানিস্তানের ভাল পারফরম্যান্সের নেপথ্যে কৃতিত্ব দেওয়া হয় রশিদকেই। তারকা লেগস্পিনার কি পারবেন জাতীয় দলকে বিশ্বচ্যাম্পিয়ন করতে? অপেক্ষায় ভক্তরা।
আফগানিস্তান বিশ্বকাপ জিতলে তবেই বিয়ে করব, বললেন রশিদ খান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Jul 2020 06:00 PM (IST)
গত মাসেই মাতৃবিয়োগ হয়েছে আফগানিস্তানের তারকা ক্রিকেটারের।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -