কলকাতা: আইএসএল-এ এবার মিস করবেন ইস্টবেঙ্গল-মোহনবাগানকে। কলকাতায় এসে এমনই জানালেন সুনীল ছেত্রী। দুই প্রধানের সঙ্গে খেলার সুযোগ না থাকায় তাঁর আফশোস হচ্ছে।
আই লিগ থেকে এবার আইএসএল-এ নাম লিখিয়েছেন ভারতের অধিনায়ক। বেঙ্গালুরু এফসি-র হয়ে খেলবেন তিনি। দুবার আই লিগ জিতেছে বেঙ্গালুরু। গত মরসুমে ফেডারেশন কাপেও মোহনবাগানকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছে বেঙ্গালুরু। তবে এবার আইএসএল-এ কলকাতার দুই প্রধান না থাকায় হতাশ সুনীল। তিনি বলেছেন, ‘আমি ওদের মিস করব। কারণ, মোহনবাগান ম্যাচ মানেই আলাদা। ইস্টবেঙ্গলও দারুণ। কিন্তু গত ৩ বছরে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচ ছিল সেরা।’
২৩ বছর পর তাঁরই অধিনায়কত্বে ফের ফিফা ক্রমতালিকায় ১০০ নম্বরের উপরে উঠে এসেছে ভারত। বর্তমান র্যাঙ্কিং ৯৬। ভারতীয় অধিনায়কের দাবি, তিনি কোনওদিনই র্যাঙ্কিং নিয়ে ভাবেননি। তবে এই র্যাঙ্কিং ধরে রাখা কঠিন। তাঁর মতে, স্টিফেন কনস্ট্যানটাইন কোচ হয়ে আসায় বদলে গিয়েছে দলের চেহারা। চলতি মরসুমে আই লিগ ও আইএসএল পাশাপাশি আলাদাভাবে হওয়ায় উঠে আসবে আরও নতুন নতুন প্রতিভা।
দুই প্রধানের সঙ্গে লড়াই মিস করব, বলছেন সুনীল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Jul 2017 07:05 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -