কলকাতা: বৃহস্পতিবার বিসিসিআই সভাপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর সঙ্গে ভারতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি ও প্রধান কোচ রবি শাস্ত্রীর সম্পর্ক কেমন থাকবে, সেটা নিয়ে দেশজুড়ে জল্পনা তৈরি হয়েছে। তবে সৌরভ নিজে বলছেন, ‘২৪ তারিখ বিরাটের সঙ্গে আমার দেখা হবে। বিসিসিআই সভাপতি যেভাবে অধিনায়কের সঙ্গে কথা বলেন, আমিও সেভাবেই বিরাটের সঙ্গে কথা বলব। ও দলের অধিনায়ক। ও সিদ্ধান্ত নিতে পারে।’
সৌরভ বিসিসিআই সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার দিনই বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য দল বাছাই করা হবে। মহেন্দ্র সিংহ ধোনির বিষয়ে নির্বাচকদের সঙ্গে কথা বলবেন নয়া বিসিসিআই সভাপতি। মার্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ থেকে টানা খেলে চলা বিরাট এবার বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে বিশ্রাম নিতে পারেন। সৌরভ বুঝিয়ে দিয়েছেন, বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে বিরাট না খেললে তাঁর আপত্তি নেই।
বিসিসিআই সভাপতি যেভাবে ভারতীয় দলের অধিনায়কের সঙ্গে কথা বলেন, বিরাটের প্রতি আমার সেই মনোভাবই থাকবে, বলছেন সৌরভ
Web Desk, ABP Ananda
Updated at:
22 Oct 2019 01:13 PM (IST)
সৌরভ বিসিসিআই সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার দিনই বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য দল বাছাই করা হবে।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -