লন্ডন: গতকালই উইম্বলডনের (Wimbledon 2023) সেমিতে পৌঁছেছে নোভাক জকোভিচ (Novak Djokovic)। এই নিয়ে নিজের টেনিস কেরিয়ারে ১২ বার টুর্নামেন্টের সেমিতে পৌঁছলেন সার্বিয়ান টেনিস তারকা। এমনকী রেকর্ড ৪৬ বার গ্র্যান্ডস্লামের সেমিতে পৌঁছে ছুঁয়েছেন কিংবদন্তি রজার ফেডেরারে (Roger Federer) রেকর্ডও। এবার নিজেকেই টুর্নামেন্টের ফেভারিট বেছে নিলেন জকোভিচ। আন্দ্রে রুভলেভের বিরুদ্ধে জয়ের পর বিশ্ব টেনিসে ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে থাকা জোকার বলেন, ''আমি একেবারেই নিজের ঔদ্ধত্য দেখাতে চাই না। দেখাচ্ছিও না। অহঙ্কারের সুরে কিছু বলতে চাই না। কিন্তু এটা ঠিক যে নিজেকে এই টুর্নামেন্টের ফেভারিট মনে করতেই পারি আমি। গত চারবারের উইম্বলডন জয়ের নিরিখে আমি মনে করি যে এবারও খেতাব জিততেই পারি আমি এখানে।'' জকোভিচ নিজের ৪৬ তম গ্র্যান্ডস্লাম সেমিফাইনাল খেলবেন জ্যানিক সিনারের বিরুদ্ধে।


উল্লেখ্য, গতকাল ফেভারিট হিসেবেই কোর্টে নেমেছিলেন জকোভিচ। খেলার ফল ছিল জকোভিচের পক্ষে ৪-৬, ৬-১, ৬-০৪, ৬-৩। এই নিয়ে রেকর্ড ৪৬ বার গ্র্যান্ডস্লামের সেমিফাইনালে উঠলেন সার্বিয়ান টেনিস তারকা। উইম্বলডনের ইতিহাসে ১২ তম বার সেমিতে জায়গা করে নিলেন নোভাক জকোভিচ। শেষ আটের লড়াইয়ে সপ্তম বাছাই রুশ প্রতিপক্ষকে হারিয়ে দিলেন জকোভিচ।   


এদিন প্রথম সেট হেরে গিয়েছিলেন জোকার। কিন্তু দ্বিতীয় সেট থেকেই নিজের চেনা ছন্দে দেখা যায় সার্বিয়ান টেনিস তারকাকে। প্রথম সেটে ৪৫ মিনিটের লড়াই শেষে জয় ছিনিয়ে নেন রুশ টেনিস তারকা। দ্বিতীয় সেটে পরপর পাঁচটি গেম জিতে ৫-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিলেন জোকার। দ্বিতীয় সেটে সার্বিয়ান তারকার জয় আটকাতে পারেননি রুভলেভ। ২৮ মিনিটের লড়াই শেষে জয় পান জোকার। তৃতীয় ও চতুর্থ সেটেও জোকার একাধিপত্য দেখিয়ে জয় ছিনিয়ে নেন। ২ ঘণ্টা ৪৭ মিনিটে ম্যাচ জিতে উইম্বলডনের সেমিফাইনালে পৌঁছে যান জোকোভিচ।


সেন্টার কোর্টে ২০১৩ ফাইনালের পর থেকে আর ম্যাচ হারেননি জোকার। লন্ডনে টানা ৩৩ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছেন সার্বিয়ান টেনিস তারকা। ৩৬ বছর বয়সেও যে পারফরম্যান্স করছেন তাতে বেজায় খুশি জোকার। তিনি বলছেন, ''আমার বেশ ভাল লাগছে ব্যাপারটা। যে কোনও খেলোয়াড়ই নিজেকে এমন একটা উচ্চতায় নিয়ে যেতে চায়, যেখানে বাকিরা তাঁকে হারানোর জন্যে মুখিয়ে থাকে। এমন নয় যে কোর্টে নামলে একটুও চাপে থাকি না। এটা জানি যে বাকিরা আমাকে হারানোর জন্যে মুখিয়ে রয়েছে।''