লাহৌর: বিশ্বকাপের শুরুটা দারুণ হয়েছিল পাকিস্তানের (Pakistan Cricket Team)। তারপর ভারতের কাছে পরাজয়। টানা চার ম্যাচ হেরেই সেমিফাইনালের দৌড় থেকে পিছিয়ে পড়েছিলেন বাবর আজ়মরা (Babar Azam)। শেষ পর্যন্ত গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় পাকিস্তানকে। আর তারপরই শুরু হয়েছে দলের খোলনলচে বদলে ফেলার কাজ। ইতিমধ্যেই নেতৃত্ব ছেড়েছেন বাবর আজ়ম। চাকরি গিয়েছে বোলিং কোচ মর্নি মর্কেলের।
আর এই পরিস্থিতিতে বাবরের পাশে দাঁড়ালেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ইয়ান চ্যাপেল। বিশ্বকাপের ব্যর্থতার জেরে পাকিস্তান ক্রিকেটে বিস্তর রদবদল হয়েছে। বদলে গিয়েছে কোচ ও অধিনায়ক। বদল হয়েছে নির্বাচক কমিটিতেও। এমন পালাবদলের আবহেই পাকিস্তান দল অস্ট্রেলিয়ায় উড়ে যাচ্ছে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে। তিন ম্যাচের টেস্ট সিরিজের আগে প্রাক্তন অজি তারকা ইয়ান চ্যাপেল কটাক্ষ করলেন পাকিস্তানের কথায় কথায় ক্যাপ্টেন বদলানোর বহু পুরনো অভ্যাসকে।
চ্যাপেলের মতে, আসন্ন টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ায় বিরুদ্ধে পাকিস্তানের ভাল কিছু করে দেখানোর সম্ভাবনাই নেই। উল্লেখযোগ্য বিষয় হল, চ্যাপেল নিজের মন্তব্যে এটা স্পষ্ট করেন যে, পাকিস্তান দল যে সময় ভালো ছিল, সেই সময়েও তারা অস্ট্রেলিয়ায় নজর কাড়তে পারেনি। যার অর্থ, বর্তমান পাকিস্তান দলকে তিনি আগের মতো শক্তিশালী বলে বিবেচনা করতেই রাজি নন।
চ্যাপেল বলেছেন, 'অবশ্যই বাবরকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া দুঃখজনক ঘটনা। কারণ বাবর খুব ভাল ক্রিকেটার। যদিও ও পাকিস্তান দলে রয়েছে এবং হয়তো পাকিস্তান আরও ভাল কোনও অধিনায়ক খুঁজে পেতে পারে। তবে এটা একেবারে পরিচিত রীতি, পাকিস্তানের মতোই সিদ্ধান্ত। ওরা কথায় কথায় অধিনায়ক বদলাতে অভ্যস্ত।’
চ্যাপেল যোগ করেছেন, 'পাকিস্তানের সমস্যা হল, অস্ট্রেলিয়ার ওদের রেকর্ড ভাল নয়। এমনকী, যখন ওরা ভাল দল নিয়ে এসেছে এবং ব্যাটিং ও বোলিং শক্তিশালী ছিল, তখনও ভাল ফল হয়নি। এই মুহূর্তে ওদের দলে ভাল পেসার রয়েছে। তবে অস্ট্রেলিয়ার পিচের বাউন্স ওদের বরাবর বিব্রত করেছে।'
আরও পড়ুন: গুজরাত ছেড়ে মুম্বইয়ে ফিরছেন হার্দিক ? আইপিএল ট্রেডিংয়ে বড়সড় দলবদলের জোরাল ইঙ্গিত
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।