দুবাই: সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) নেতৃত্বাধীন ক্রিকেট কমিটির সুপারিশ মেনে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়মাবলীতে একগুচ্ছ বদল আসতে চলেছে। মঙ্গলবার যা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি (ICC)।
নতুন কী কী নিয়ম আসছে?
- আগে কোনও ব্যাটার ক্যাচ দিয়ে আউট হলে দেখা হতো, তিনি অপর প্রান্তের ব্যাটারকে দৌড়ে ক্রস করেছেন কি না। যদি ক্রস করতেন, তাহলে পরের বলে স্ট্রাইক নিতেন অপর প্রান্তের ব্যাটার। আর নতুন ব্যাটার এসে দাঁড়াতে নন স্ট্রাইকিং প্রান্তে। কিন্তু সেই নিয়ম বদলে যাচ্ছে। নতুন নিয়মে ক্রিজে আসা ব্যাটারই স্ট্রাইক নেবেন। সে আউট হওয়া ব্যাটার অপর প্রান্তের ব্যাটারের সঙ্গে ক্রস করুন বা না করুন।
- করোনার প্রকোপে বল পালিশ করার জন্য লালার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল। সেই নিয়ম শুধু বহালই থাকল না, বল পালিশে লালার ব্যবহার চিরকালের জন্য বন্ধ করা হল।
- টেস্ট ও ওয়ান ডে ক্রিকেটে ক্রিজে নতুন নামা ব্যাটারকে প্রথম বল খেলার জন্য ২ মিনিটের মধ্যে প্রস্তুত হতে হবে। টি-টোয়েন্টি ক্রিকেটে সেই সময়টা ৯০ সেকেন্ড।
- কোনও শট খেলার সময় ব্যাটারের ব্যাটের বা শরীরের একটা অংশ পিচে থাকতেই হবে। তা নাহলে বলটিকে ডেড বল ঘোষণা করা হবে। পাশাপাশি কোনও বল খেলতে ব্যাটারকে পিচ ছাড়তে বাধ্য হতে হলে সেই বলটিকে নো বল ডাকা হবে।
- বোলার বল করার জন্য দৌড় শুরু করার পর কোনও ফিল্ডার অবৈধভাবে নড়াচড়া করলে ব্যাটিং দলকে ৫ রান পেনাল্টি হিসাবে দেওয়া হবে। বলটিকে ডেড বল ঘোষণা করা হবে।
- মাঁকড়ীয় আউট নিয়ে প্রবল বিতর্ক হয়েছে। আগে বল হাত থেকে রিলিজ করার আগে নন-স্ট্রাইকারকে বোলার রান আউট করলে তাকে আনফেয়ার প্লে মনে করা হতো। তবে এখন থেকে এই নিয়মকে বিতর্কমুক্ত করার চেষ্টা করা হবে। মাঁকড়ীয় আউটকে রান আউট হিসাবে চিহ্নিত করা হচ্ছে।
- আগে বোলার ডেলিভারি স্ট্রাইডে পৌঁছনোর আগে ব্যাটার ক্রিজ ছেড়ে বেরলে বল সরাসরি থ্রো করে রান আউটের চেষ্টা করত ব্যাটার। এখন থেকে এই রকম প্রয়াস করা হলে বলটিকে ডেড বল ঘোষণা করা হবে।
- চলতি বছরের জানুয়ারি মাসে ঠিক হয়েছিল, টি-টোয়েন্টি ক্রিকেটে নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারলে বাকি ওভারে ফিল্ডিং দলকে একজন বাড়তি ফিল্ডারকে ৩০ গজের বৃত্তের মধ্যে রাখতে হবে। সেই নিয়ম এবার ওয়ান ডে ক্রিকেটেও চালু করা হচ্ছে। ২০২৩ বিশ্বকাপের সুপার লিগে সেই নিয়ম কার্যকরী হবে।
- দুই দল রাজি হলে ওয়ান ডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে হাইব্রিড পিচ ব্যবহৃত হবে। আপাতত শুধু মহিলাদের ক্রিকেটে এই নিয়ম রয়েছে।
- ২০২২ সালের ১ অক্টোবর থেকে সব নিয়মগুলি চালু করা হবে।
এমসিসি-র ক্রিকেট কমিটির প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, তাঁর নেতৃত্বে প্রথম বৈঠকে গৃহীত সিদ্ধান্ত কার্যকরী হচ্ছে বলে তিনি সম্মানিত।
আরও পড়ুন: বিশ্বকাপের আগে প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার সুযোগ, কোথায় দেখবেন ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচ?