দুবাই : বর্ষসেরা টেস্ট ক্রিকেটার (Mens Test Player Of The Year 2021) হওয়ার দৌড়ে রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (ICC) চলতি বছরের টেস্ট পারফরম্যান্সের ভিত্তিতে চারজন ক্রিকেটারকে মনোনীত করেছে বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের জন্য। যে তালিকায় একমাত্র ভারতীয় অশ্বিন। ভারতীয় অফ স্পিনারের সঙ্গে যে তালিকায় রয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট (Joe Root), নিউজিল্যান্ডের অলরাউন্ডার কাইল জেমিসন (Kylie Jamieson) ও শ্রীলঙ্কার টেস্ট অধিনায়ক দিমুথ করুনারত্নে (Dimuth Karunaratne)।


চলতি বছরে (২০২১) ক্রিকেটের সবথেকে বড় ফর্ম্যাটে দুরন্ত ছন্দে ছিলেন অশ্বিন। বছরে মোট ৮ টি টেস্টে ১৬.২৩ গড়ে মোট ৫২ টি উইকেট ঝুলিতে তুলেছেন টিম ইন্ডিয়ার অ্যাশ। ব্যাট হাতেও প্রয়োজনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট বাঁচানোর ঐতিহাসিক ইনিংসের পাশাপাশি একটি শতরান সহ ২৮.০৮ গড়ে করেছেন মোট ৩৩৭ রান।


এদিকে, ইংল্যান্ড অধিনায়ক জো রুট ২০২১ সালে ১৫ টেস্টে ৬ টি শতরান সহ ১৭০৮ রান করেছেন। এক বছরে টেস্ট ক্রিকেটে ১৭০০-র ওপর রান করার ভিত্তিতে স্যার ভিভিয়ান রিচার্ডস ও মহম্মদ ইউসুফের পর তৃতীয় ব্যাটসম্যান হিসেবে নিজের নাম তুলেছেন রুট।






অপরদিকে, কিউয়ি অলরাউন্ডার কাইল জেমিসন ৫ টেস্টে ২৭ উইকেট নিয়েছেন। ক্রমাগত অলরাউন্ড পারফরম্যান্সে কেন উইলিয়ামসনের দলের এক্স ফ্যাক্টর হয়ে উঠেছেন তিনি। আর শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নে ৭ টেস্টে ৪টি শতরান সহ ৯০২ রান করেছেন চলতি বছরে।


আরও পড়ুন- কেরিয়ারে চারবার! কুম্বলে-হরভজনের কীর্তি পেরিয়ে নতুন নজির অশ্বিনের