নয়াদিল্লি: ২০১৯-এর আইসিসি অ্যাওয়ার্ডসে ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলি নজর টানলেন। ২০১৯-এর বর্ষসেরা একদিনের ক্রিকেটার হলেন রোহিত শর্মা।



স্পিরিট অফ ক্রিকেট পুরস্কার পেলেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। ২০১৯-এর বিশ্বকাপের ম্যাচে স্টিভ স্মিথকে কটাক্ষ করা থেকে দর্শকদের বিরত থাকতে বলেছিলেন কোহলি। বিপক্ষ দলের খেলোয়াড়ের প্রতি এভাবে উপযুক্ত সম্মান প্রদর্শনের জন্য এই পুরস্কার পেলেন তিনি।



তবে আইসিসি-র সবচেয়ে বড় পুরস্কারটি পেয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। বর্ষসেরা ক্রিকেটার হিসেবে স্যর গারফিল্ড সোবার্স ট্রফি পাচ্ছেন তিনি। ২০১৯-এর বর্ষসেরা টেস্ট ক্রিকেটার অজি ফাস্ট বোলার প্যাট কামিন্স। ২০১৯-এ টেস্টে ৫৯ উইকেট নিয়েছেন তিনি।
গত বছর দুরন্ত ফর্মে ছিলেন রোহিত। কোনও একটি বিশ্বকাপে একমাত্র ব্যাটসম্যান হিসেবে পাঁচটি সেঞ্চুরির কৃতিত্ব অর্জন করেন রোহিত। টুর্নামেন্টে তিনি ছিলেন সর্বাধিক রান সংগ্রকারী ব্যাটসম্যান। গত বছর একদিনের ক্রিকেটে সাতটি সেঞ্চুরি করেছেন তিনি।
স্টিভ স্মিথ সম্পর্কে খেলোয়াড়োচিত মনোভাবের জন্য স্পিরিট অফ ক্রিকেট পুরস্কারের পাশাপাশি কোহলি ২০১৯-এ আইসিসি-র বর্ষসেরা টেস্ট ও একদিন-উভয় দলেরই অধিনায়ক নির্বাচিত হয়েছেন তিনি।

২০১৯-এর আইসিসি-র সেরা একদিনের দল: রোহিত শর্মা, শাই হোপ, বিরাট কোহলি (অধিনায়ক), বাবর আজম, কেন উইলিয়ামসন, বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, মহম্মদ শামি, কুলদীপ যাদব

২০১৯-এর আইসিসি-র সেরা টেস্ট দল: মায়াঙ্ক অগ্রবাল, টম লাথাম, মারনাস লাবুশানে, বিরাট কোহলি (অধিনায়ক), স্টিভ স্মিথ, বেন স্টোকস, বিজে ওয়াটলিং (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নিল ওয়াগনর, নাথন লায়ন




একনজরে ২০১৯-এ আইসিসি পুরস্কারের তালিকা:
বেন স্টোকস: বর্ষসেরা ক্রিকেটার
প্যাট কামিন্স: বর্ষসেরা টেস্ট ক্রিকেটার
রোহিত শর্মা: বর্ষসেরা একদিনের ক্রিকেটার
বিরাট কোহলি: স্পিরিট অফ ক্রিকেট পুরস্কার
মারনাস লাবুশানে: ২০১৯-এর উদীয়মান ক্রিকেটার
দীপক চাহার বর্ষসেরা টি ২০ পারফর্মার: (বাংলাদেশের বিরুদ্ধে সাত রানে ছয় উইকেট)
রিচার্ড ইলিংওয়ার্থ:বর্ষসেরা আম্পায়ার