বিদ্রুপ করে গানটিতে বলা হয়েছে...’শাহরুখ হো গ্যয়া বেগানা সনম!’ জামিয়ার ঘটনার তীব্র নিন্দা করে বহু সেলিব্রিটিই কড়া বার্তা দিয়েছেন কেন্দ্রকে। কিন্তু সকলকে অবাক করে দিয়েই নীরবতার রাস্তা বেছে নিয়েছেন প্রাক্তনী শাহরুখ। যদিও সোশ্যাল মিডিয়ায় কোনও কোনও শাহরুখ-ভক্তর মত, তিনি কোনও কথা বললে তাঁকে বিশ্বাসঘাতক বলা হয়, বলিউডের অকেজো বৃদ্ধ অভিনেতা বলা হয়। আবার কিছু না বললেও নিন্দা হয়! এই প্যারোডির জবাব কি দেবেন তিনি? বলবে সময়। শুনুন: 'শাহরুখ হো গ্যয়া বেগানা সনম!'...জামিয়া নিয়ে নীরবতার নিন্দা করে শাহরুখের গানের প্যারোডি পড়ুয়াদের
web desk, ABP Ananda | 15 Jan 2020 10:34 AM (IST)
জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী তিনি। কিন্তু গত ১৫ ডিসেম্বর জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রাতে এনআরসি ও সিএএ-র বিরুদ্ধে প্রতিবাদকারীদের উপর পুলিশি হামলার ঘটনায় একটিও শব্দ খরচ করেননি শাহরুখ।
নয়াদিল্লি: জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী তিনি। কিন্তু গত ১৫ ডিসেম্বর জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রাতে এনআরসি ও সিএএ-র বিরুদ্ধে প্রতিবাদকারীদের উপর পুলিশি হামলার ঘটনায় একটিও শব্দ খরচ করেননি শাহরুখ। হামলার দিন থেকে পাশে রাস্তার এই এলাকায় অবস্থান করে বিক্ষোভ দেখাচ্ছেন অসংখ্য মানুষ। সেই আন্দোলন এক মাস পূর্ণ করল। কিন্তু বিভিন্ন মহল থেকে নানা সমালোচনা হলেও, নেটিজেনদের হাজারো অনুরোধ সত্ত্বেও মুখ খোলেননি বলিউড বাদশা। এবার তাই তাঁর ছবির জনপ্রিয় গানেরই প্যারোডি তৈরি করে শাহরুখকে ব্যঙ্গ করলেন জামিয়ার পড়ুয়ারা। শুনুন সেই গান....