করাচি: চ্যাম্পিয়ন্স ট্রফির হাই-ভোল্টেজ ম্যাচের আগে ভারতীয় ক্রিকেটারদের উপর পাকিস্তানের পক্ষ থেকে চাপ সৃষ্টির চেষ্টা অব্যাহত। সরফরাজ আহমেদ, জুনেইদ খানের পর এবার আসরে ইউনিস খান। পাকিস্তানের প্রাক্তন এই ক্রিকেটারের দাবি, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে হারানোর ক্ষমতা আছে পাকিস্তানের।
৪ জুন এজবাস্টনে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। তার আগে পাকিস্তানের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইউনিস বলেছেন, ‘পাকিস্তান আগেও ভারতকে হারিয়েছে। তাই এবারও হারানো সম্ভব। আমার মনে হচ্ছে ইংল্যান্ডের পিচ খুব ভাল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৪০০ রানও সহজেই তাড়া করে ম্যাচ জেতা সম্ভব হতে পারে।’
চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনবার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। তার মধ্যে দুটি ম্যাচ জিতেছে পাকিস্তান। এজবাস্টনের এই ম্যাচের আগে বারবার সে কথাই মনে করিয়ে দিচ্ছেন পাকিস্তানের বর্তমান ও প্রাক্তন ক্রিকেটারা। সদ্য অবসর নেওয়া ইউনিসের মতে, সরফরাজের দলের সামনে পাকিস্তানকে এগিয়ে নিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ আছে। অধিনায়ক হিসেবে সরফরাজ কীভাবে দলকে পরিচালনা করবেন, তার উপরেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের ভাগ্য নির্ভর করছে।
Exit Poll 2024
(Source: Poll of Polls)
ভারতকে হারাতে পারে পাকিস্তান, হুঙ্কার ইউনিসের
Web Desk, ABP Ananda
Updated at:
29 May 2017 04:06 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -