দুবাই: বিশ্বকাপের ফাইনাল যে পিচে খেলা হয়েছিল নরেন্দ্র মোদি স্টেডিয়ামের (Narendra Modi Cricket Stadium) সেই পিচকে মধ্যমানের ঘোষণা করল আইসিসি (ICC)। এছাড়া ইডেনের যে পিচে দক্ষিণ আফ্রিকা (South Africa) ও অস্ট্রেলিয়া (Australia)  শেষ চারের ম্যাচ হয়েছিল, সেই পিচকেও মধ্যমানের ঘোষণা করা হল। আইসিসির (ICC) ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট ফাইনালের পিচ রেটিং দিয়েছিলেন। এছাড়া ইডেনে আয়োজিত দ্বিতীয় সেমিফাইনালের পিচ রেটিং দিয়েছেন জাভাগাল শ্রীনাথ (Javagal Srinath)। 


উল্লেখ্য, ফাইনালের আগেই পিচ বিতর্ক দানা বেঁধেছিল। মেগা ফাইনালের পিচ প্রস্তুতির তত্ত্বাবধান করেছিলেন বিসিসিআইয়ের সিনিয়র দুই চিফ গ্রাউন্ড স্টাফ আশিস ভৌমিক ও তাঁর সেকেন্ড ইন কমান্ড তাপস চ্যাটার্জি। তাঁদের সঙ্গে ছিলেন প্রাক্তন ভারতীয় সিমার ও বিসিসিআইয়ের জিএম(ঘরোয়া ক্রিকেটে) আবে কুরুভিল্লা। জানা গিয়েছিল যে, ভারী রোলার ব্যবহার করে ফাইনালের জন্য স্লো ট্র্যাক তৈরি করা হয়েছিল। প্রথমে যারা ব্যাট করবে তারা অপর পক্ষের থেকে এগিয়ে থাকতে পারে। যদিও ফল একেবারেই অন্য হয়েছিল। রান তাড়া করতে নেমে ম্যাচ জিতে যায় সেদিন অজিরা। 


ভারতীয় দল সেদিন ২৪০ রান বোর্ডে তুলতে পেরেছিল প্রথমে ব্যাটিং করতে নেমে। পরে শিশিরের জন্য আরও কিছুটা মন্থর হয়ে আসে পিচ। তবে শেষ পর্যন্ত ৬ উইকেটে ম্যাচ জিতে যায় কামিন্সের দল। শতরান হাঁকিয়েছিলেন ট্রাভিস হেড। 


দ্বিতীয় সেমিফাইনাল ম্য়াচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে ব্য়াট করতে নেমে একসময় মাত্র ২২ রান বোর্ডে তুলতেই ৪ উইকেট হারিয়ে বসে প্রোটিয়া শিবির। মেঘলা আবহাওয়ায় সেই পিচে প্রথমে ব্যাটিং করে ২১২ বোর্ডে তুলে নেয় বাভুমার দল। জবাবে ২ ওভার বাকি থাকতে ৩ উইকেট কষ্টার্জিত জয়ে ফাইনালে পৌঁছায় অজিরা।


উল্লেখ্য, ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে বিশ্বকাপ সেমিফাইনালের পিচ 'ভাল' রেটিং পেয়েছে। ব্যবহৃত পিচে খেলা এই ম্যাচে, ভারত, প্রথমে ব্যাট করে, ৪ উইকেট হারিয়ে ৩৯৭ রান করেছিল, যার জবাবে কিউয়িরা ৪৮.৫ ওভারে ৩২৭ রানে অল আউট হয়ে যায়।


এদিকে, আইসিসির পিচ রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় পুণরায় বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দাবি তুলেছেন ভারতীয় সমর্থকরা। অনেকেই নিজেদের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ''এই জন্যই ভারত হেরেছে।'' অনেকে আবার বলেছেন , ''আমার মতে তো মধ্যমানের নয়, ওই পিচ ছিল অত্যন্ত নিম্নমানের।" যদিও কেউ কেউ আবার লিখেছেন, ''বিশ্বকাপ ফাইনাল অতীত। এখন আর ভেবে লাভ নেই।''