দুবাই: অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপের (ICC T20 World Cup 2022) আসর বসতে আর মাত্র দুই সপ্তাহ মতো বাকি। ইতিমধ্যেই বিশ্বকাপের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে, ধীরে ধীরে চড়ছে উত্তেজনার পারদও। এরই মাঝে আইসিসির তরফে আসন্ন বিশ্বকাপের পুরস্কারমূল্য ঘোষণা করে দেওয়া হল। আজ, শুক্রবারই (৩০ সেপ্টেম্বর) আইসিসির তরফে বিশ্বকাপে কোন পর্যায়ে পৌঁছলে কোন দল কত টাকা (ICC T20 World Cup 2022 Prize Money) পাবে, তার পুরোটাই ঘোষণা করে দেওয়া হয়েছে।
বিজয়ীদের পুরস্কারমূল্য কত?
বিশ্বকাপের পুরস্কার বাবদ আইসিসি মোট ৫.৬ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৪৫.৬৬ কোটি টাকা) খরচ করতে চলেছে। এর মধ্যে বিশ্বকাপজয়ী দলই ১.৬ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১৩ কোটি টাকা পুরস্কারমূল্য পাবে। ফাইনালে পরাজিত দলকে বিজয়ী দলের অর্ধেক অর্থাৎ প্রায় ৬.৫ কোটি টাকা মতো পুরস্কারমূল্য হিসাবে দেওয়া হবে। সেমিফাইনালে পৌঁছনো বাকি দুই দলকে দেওয়া হবে ৪ লক্ষ ডলার (প্রায় ৩.২৬কোটি টাকা) মতো। আর সুপার ১২ পর্যায়েই যে বাকি আটটি দল বিদায় নেবে, তাদের পুরস্কারমূল্য হিসাবে ৭০ হাজার ডলার (প্রায় ৫৭.০৯ লক্ষ টাকা) করে দেওয়া হবে।
ম্যাচ জয়ের পুরস্কারমূল্য
গত বারের মতো এ বারও সুপার ১২-এর ৩০টি ম্যাচের প্রত্যেকটি ম্যাচ জয়ী দলকে ৪০ হাজার ডলার (প্রায় ৩৩.৬২ লক্ষ টাকা) করে পুরস্কারমূল্য দেওয়া হবে। সুপার ১২-এর আগেই, প্রথম রাউন্ড থেকে বাদ পড়া চারটি দল পাবে ৪০ হাজার ডলার (প্রায় ৩৩.৬২লক্ষ টাকা) করে। প্রথম রাউন্ডের ১২টি ম্যাচের প্রত্যেকটি ম্যাচ জয়ী দলও একই পরিমাণ অর্থ পেতে চলেছে। সুপার ১২-এ এখনও অবধি ভারত, পাকিস্তান, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান, এই আটটি দল কোয়ালিফাই করে গিয়েছে। তবে এশিয়া কাপজয়ী শ্রীলঙ্কান দলকে প্রথম রাউন্ড খেলেই এই রাউন্ডে কোয়ালিফাই করতে হবে। শ্রীলঙ্কার পাশাপাশি আয়ার্ল্যান্ড, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস, সংযুক্ত আরব আমিরশাহি, নামিবিয়া, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবোয়েকেও প্রথম রাউন্ডের লড়াইয়ে মাঠে নামতে হবে।
আরও পড়ুন: চোটের কবলে বুমার, বদলি হিসাবে ভারতীয় দলে ডাক পেলেন সিরাজ