দুবাই: বাংলাদেশের বিরুদ্ধে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে আইসিসি টেস্ট ক্রমতালিকায় বোলারদের মধ্যে তিন নম্বরে উঠে এলেন নিউজিল্যান্ডের পেসার কাইল জেমিয়েসন। এটাই তাঁর জীবনের সেরা অবস্থান। ২৭ বছর বয়সি এই পেসার ক্রাইস্টচার্ট টেস্টে ৬ উইকেট নেন। নিউজিল্যান্ডের পঞ্চম বোলার হিসেবে ৮২৫ রেটিং পয়েন্ট অর্জন করলেন জেমিয়েসন। তাঁর আগে ১৯৮৫ সালের নভেম্বরে রিচার্ড হ্যাডলি ৯০৯ রেটিং পয়েন্ট, ২০১৯-এর ডিসেম্বরে নিল ওয়্যাগনার ৮৫৯ রেটিং পয়েন্ট, ২০২১-এর নভেম্বরে টিম সাউদি ৮৩৯ রেটিং পয়েন্ট এবং ২০১৫ সালের মে মাসে ট্রেন্ট বোল্ট ৮২৫ রেটিং পয়েন্ট পেয়েছিলেন।


নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে ২ ধাপ উন্নতি করে ১১ নম্বরে উঠে এসেছেন টম ল্যাথাম। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে ২৬৭ রান করার সুবাদে ১৮ ধাপ উন্নতি করে এখন ২৯ নম্বরে ডেভন কনওয়ে। ২৮ নম্বরে থেকে টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন রস টেলর।


বাংলাদেশের লিটন দাস জীবনের সেরা অবস্থান ১৫ নম্বরে উঠে এসেছেন। বাংলাদেশের পেসার ইবাদত হোসেন ১৭ ধাপ উঠে এখন ৮৮ নম্বরে।


অস্ট্রেলিয়ার বাঁ হাতি ব্যাটসম্যান উসমান খাজা এখন ২৬ নম্বরে। স্টিভ স্মিথ তিন নম্বরেই আছেন।


ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে অসাধারণ ব্যাটিং করে দলকে জেতানোর সুবাদে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার ২০১৯-এর জানুয়ারির পর প্রথমবার ব্যাটসম্যানদের মধ্যে প্রথম দশে উঠে এসেছেন। টেম্বা বাভুমা ৪ ধাপ উঠে এখন ৩৫ নম্বরে।


ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি ব্যাটসম্যানদের মধ্যে ৯ নম্বরে আছেন। রোহিত শর্মা আছেন ৫ নম্বরে। বোলার ও অলরাউন্ডারদের তালিকায় দ্বিতীয় স্থানে রবিচন্দ্রন অশ্বিন। অলরাউন্ডারদের তালিকায় তিন নম্বরে রবীন্দ্র জাডেজা। ১০ ধাপ উঠে ৪২ নম্বরে শার্দুল ঠাকুর। বোলারদের মধ্যে প্রথম দশে অশ্বিন ছাড়া ভারতের আর কেউ নেই। ব্যাটসম্যানদের মধ্যে প্রথম দশে শুধু রোহিত আর বিরাট। অলরাউন্ডারদের মধ্যে প্রথম দশে শুধু অশ্বিন আর জাডেজা।