মুম্বই: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে পাঁচ ম্যাচে মাত্র ১টি হাফসেঞ্চুরি করেছিলেন। তবে এশিয়া কাপে (Asia Cup 2023) ছন্দে রয়েছেন শুভমন গিল (Shubman Gill)। পাকিস্তানের বিরুদ্ধে ঝকঝকে হাফসেঞ্চুরি করে দলের জয়ের ভিত গড়ে গিয়েছিলেন। সেই শুভমন গিল ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ে লম্বা লাফ মারলেন। কেরিয়ারের সেরা দ্বিতীয় স্থানে উঠে এলেন।
শুভমন ছাড়াও প্রথম দশে রয়েছেন আরও দুই ভারতীয়। আট নম্বরে রয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। ৯ নম্বরে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। দুজনই ছন্দে আছেন। পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের সুপার ফোর পর্বের ম্যাচে সেঞ্চুরি করেছেন কোহলি।
বুধবার আইসিসির পক্ষ থেকে যে ক্রম তালিকা প্রকাশ করা হয়েছে তাতে কেরিয়ারে সেরা জায়গায় পৌঁছে গিয়েছেন গিল। ৭৫৯ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটারদের তালিকায় দুই নম্বরে উঠে এসেছেন গিল। ভারতের বিরুদ্ধে ব্যাট হাতে ব্যর্থ হলেও শীর্ষস্থান ধরে রেখেছেন বাবর আজম। পাক অধিনায়কের সংগৃহীত রেটিং পয়েন্ট ৮৬৩।
বাবর ছাড়াও পাকিস্তানের আরও দুই ব্যাটার রয়েছেন প্রথম দশে। ইমাম উল হক পঞ্চম স্থানে রয়েছেন। ফখর জামান দশম স্থানে রয়েছেন। ক্রিকেটজীবনের সেরা জায়গায় উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা। ২১ ধাপ উপরে উঠে বর্তমানে ১১ নম্বরে আছেন প্রোটিয়া অধিনায়ক।
বিশ্বকাপের আগে একদিনের ক্রিকেটে বোলারদের ব়্যাঙ্কিংয়ে সাত নম্বরে জায়গা করে নিয়েছেন কুলদীপ যাদব । এশিয়া কাপে যিনি বল হাতে দুরন্ত ছন্দে রয়েছেন। সুপার ফোরে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিরুদ্ধে যিনি ৯ উইকেট নিয়েছেন। তারই পুরস্কার পেলেন চায়নাম্যান স্পিনার। ব়্যাঙ্কিংয়ে উত্থান হল তাঁর। এই তালিকায় ৯ নম্বরে আছেন মহম্মদ সিরাজ। এছাড়াও একদিনের ক্রিকেটে অলরাউন্ডার হিসাবে একধাপ উঠে হার্দিক পান্ড্য রয়েছেন ষষ্ঠ স্থানে।
আরও পড়ুন: অধিনায়ক সুনীলই, সন্দেশ-গুরপ্রীতকে ছাড়ল না ক্লাব, এশিয়ান গেমসের দলে কারা সুযোগ পেলেন?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন