দুবাই: আইসিসি (icc) ওয়ান ডে ফর্ম্যাটের ব্যাটারদের ক্রমতালিকা প্রকাশিত হল বুধবার। প্রথম দশে রয়েছেন মাত্র ২ জন ভারতীয়। বিরাট কোহলি (virat kohli) ও রোহিত শর্মা (rohit sharma)। ৮৩৬ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট। অন্যদিকে ৮০১ পয়েন্ট নিয়ে তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন রোহিত শর্মা। তালিকায় শীর্ষে রয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম। তাঁর ঝুলিতে রয়েছে ৮৭৩ পয়েন্ট।
তবে ব্যাটারদের তালিকায় সবেচেয় বেশি উন্নতি করেছেন রাসি ভ্যান ডার ডুসেন। এই প্রোটিয়া তারকা ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে শতরানও হাঁকিয়েছিলেন। তিনি দশ ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠে এসেছেন তালিকায়। কুইন্টন ডি ককও চার ধাপ এগিয়ে ৫ নম্বরে উঠে এসেছেন। তাঁর ঝুলিতে রয়েছে ৭৮৩ পয়েন্ট। ২০১৯ সালের বিশ্বকাপের পর প্রথমবার ব্যাটারদের তালিকায় আইসিসি ক্রমতালিকায় প্রথম পাঁচে উঠে এলেন ডি কক। ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচে কেপটাউনে ম্যাচ উইনিং ১২৪ রানের ইনিংস খেলেছিলেন ডি কক। এছাড়া গোটা সিরিজে ২২৯ রান করেছেন। অন্যদিকে ডুসেন গোটা সিরিজে একটি শতরান সহ ২১৮ রান করেছেন।
এদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে সীমিত ওভারের সিরিজে ফিরছেন রোহিত শর্মা। পূর্ণাঙ্গ অধিনায়ক হিসেবে তিনি প্রথমবার মাঠে নামবেন। তবে রোহিত শর্মা ফিরলেও আসন্ন সিরিজে পাওয়া যাবে না রবিচন্দ্রন অশ্বিনকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে জাতীয় দলে ডাক পেয়েছিলেন। কিন্তু ফের চোটের জন্য তাঁকে মাঠের বাইরেই থাকতে হবে কয়েক সপ্তাহ। সেক্ষেত্রে ফেব্রুয়ারি-মার্চে হতে চলা শ্রীলঙ্কা সিরিজে হয়ত জাতীয় দলে ফের ফিরবেন এই অভিজ্ঞ অফস্পিনার। এদিকে, রবীন্দ্র জাদেজাকে সম্প্রতি এনসিএতে বোলিং ও ব্যাটিং করতে দেখা গিয়েছে। কিন্তু তাঁর ফিটনেস রিপোর্টের ওপর নির্ভর করেই নির্বাচকরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে হার্দিক পাণ্ড্য এখনও পুরোপুরি ফিট নয় বলে জানা গিয়েছে। প্রোটিয়া সফরে থাকলেও, ঘরের মাঠে সিরিজে স্কোয়াডে সুযোগ নাও মিলতে পারে ভুবনেশ্বর কুমারের।