কেপটাউন: ২ দিনও পুরো খেলা হয়নি। বলা ভাল দেড় দিনের মাথায় পাঁচ দিনের টেস্টের ফল নির্ধারণ হয়ে গিয়েছিল। কেপটাউনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্টই ছিল এই ফর্ম্যাটের ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম সময়ের টেস্ট। মাত্র ৬৪২ বলেই শেষ হয়ে গিয়েছিল ম্যাচ! ভারত ৮ উইকেটের বড় ব্যবধানে জেতে। তবে দেড় দিনেই ম্যাচ শেষ হওয়ায় নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ডের পিচ নিয়ে প্রশ্ন উঠেছিল।


আইসিসির তরফে পিচ বিষয়ে এবার একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেই বিবৃতিতে আইসিসি ম্যাচ রেফারি ক্রিস ব্রড জানিয়েছেন, ''নিউল্যান্ডসের পিচ ব্যাটিংয়ের জন্য খুবই কঠিন ছিল। বল হঠাৎ লাফিয়ে উঠেছে। কিছু ক্ষেত্রে যা খুবই বিপজ্জনক ছিল। শট খেলা কঠিন। অনেক ব্যাটারই হাতে চোট পেয়েছেন। অসমান বাউন্সের জন্যই বেশ কিছু উইকেট পড়েছে।'' কেপটাউনের পিচকে অসন্তোষজনক রেটিং দেওয়ার অর্থ, সঙ্গে এক ডিমেরিট পয়েন্টও দেওয়া হল। পাঁচ বছরের জন্য এই পয়েন্ট থাকবে। ৬ ডিমেরিট পয়েন্ট হলে সেই ভেনুকে নির্বাসিত করতে পারে আইসিসি।


কেপটাউনের পিচ নিয়ে প্রশ্ন করায় রোহিত শর্মা জানিয়েছিলেন, ''এই ম্যাচে কেমন, কী পিচে খেলা হল, তা তো আমরা সকলেই দেখলাম। এই ধরনের পিচে খেলতে আমার ব্যক্তিগতভাবে কোনও সমস্যা নেই। তবে এরপর ভারতের পিচ নিয়ে যেন কেউ কোনও কথা বলতে না আসে। এরপর আর ভারতের পিচ নিয়ে কারুর কথা বলা মানায় না।''


জয়ের পর রোহিত বলেন, ''এই জয় আমাদের কাছে সত্যিই ভীষণ স্পেশাল। টেস্ট ম্য়াচ জিতেছিল দক্ষিণ আফ্রিকায় আমরা আগে। কিন্তু কেপটাউনে এখনও পর্য়ন্ত আমাদের জয় অধরা ছিল। কিন্তু অবশেষে আমরা পারলাম। এই জয়ের সঙ্গে ২০২১ সালে গাব্বায় টেস্ট জয়ের মিল পাচ্ছি আমি। সেবারও প্রায় ৩২ বছর পর অস্ট্রেলিয়া গাব্বায় কোনও টেস্ট হেরেছিল আমাদের বিরুদ্ধে।" 



এশিয়ার প্রথম কোনও দেশ হিসেবে কেপটাউনে দক্ষিণ আফ্রিকাকে টেস্টে হারিয়েছে ভারতীয় দল। গতকাল দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনেই খেলা শেষ হয়ে যায়। রোহিত শর্মার নেতৃত্বাধীন দল ৭ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে প্রোটিয়া বাহিনীর বিরুদ্ধে। সেঞ্চুরিয়ন টেস্ট হারের ফলে সিরিজ যদিও জিততে পারেনি টিম ইন্ডিয়া। ১-১ সিরিজ ড্র করেই সন্তুষ্ট থাকতে হল এবার বিরাটদের। তবে শেষ টেস্ট জয়ের সঙ্গে সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এল ভারত। কেপটাউনে জয়ের সঙ্গে সঙ্গে ১২ পয়েন্ট ঝুলিতে পুরে নিয়েছে রোহিত ব্রিগেড।