দুবাই: টার্গেট ছিল ৭৪। তাস্কিন আহমেদকে ছক্কা হাঁকিয়ে ৬.২ ওভারেই ম্যাচ জিতল অস্ট্রেলিয়া। ৮২ বল বাকি থাকতে ৮ উইকেটে বাংলাদেশকে হারিয়ে জয় ছিনিয়ে নিলেন অজিরা। টি-২০ বিশ্বকাপে সুপার ১২-এর ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া। এদিন টসে জিতে বাংলাদেশকে ব্যাটিং করতে পাঠান অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। অস্ট্রেলিয়ার আগুনে বোলিংয়ের সামনে মাত্র ৭৩ রানেই শেষ হয়ে যায় টাইগারদের ইনিংস। এরপর হেলায় সেই লক্ষ্যমাত্রা পূরণ করে অজিরা। অধিনায়ক ফিঞ্চ একাই ২০ বলে ৪০ রান তুলে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন দলকে।
৬.২ ওভারেই টাইগারদের হারিয়ে ম্যাচ পকেটে ভরেন অ্যারন ফিঞ্চের টিম। প্রথমে ব্যাটিং করতে নেমে বিপর্যস্ত হয় বাংলাদেশের ব্যাটাররা। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৭ বলে ১৯ রান করেছেন শামিম হোসেইন। দলের সর্বোচ্চ রান স্কোরার তিনিই। খেলা শুরুর তিন ওভারে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় মাহমুদুল্লাহর দল। স্টার্ক, ফিঞ্চ, জাম্পা, ম্যাক্সওয়েলদের দুরন্ত বোলিংয়ে ৫ ওভার বাকি থাকতে মাত্র ৭৩ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
এই ম্যাচে অস্ট্রেলিয়ার সফলতম বোলার অ্যাডাম জাম্পা। ৪ ওভার বল করে ১৯ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে একাই গুঁড়িয়ে দিয়েছেন তিনি। স্টার্ক-হ্যাজেলউড পেয়েছেন ২টি করে উইকেট। অন্যদিকে, অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করতে নামেন অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার। এদিন ব্যাটিং করতে নেমে ক্রিজে ঝড় তোলেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ২০ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। ৪.৬ ওভারে তাস্কিনের বলে বোল্ড হন ফিঞ্চ।
৫.৬ ওভারে ডেভিড ওয়ার্নারকে বোল্ড করেন শরিফুল ইসলাম। ১৪ বলে ১৮ রান করে আউট হন ডেভিড। কিন্তু ততক্ষণে ম্যাচ অস্ট্রেলিয়ার দখলে। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন মার্শ। ৬.২ ওভারে তাস্কিন আহমেদকে ছক্কা হাঁকিয়ে অস্ট্রেলিয়াকে ম্যাচ জেতান তিনি। ৭৩ রানের জবাবে অস্ট্রেলিয়া ২ উইকেটের বিনিময়ে ৭৮ রান তুলে হেলায় হারায় টাইগারদের।
এই গ্রুপ থেকে ইতিমধ্যেই ইংল্যান্ড ৪ ম্যাচে ৮ পয়েন্ট সংগ্রহ করে কার্যত সেমিফাইনালে উঠে গিয়েছে। পিছনে ছিল দক্ষিণ আফ্রিকা। যদিও এই ম্যাচ জিতে ২ পয়েন্ট তুলে দক্ষিণ আফ্রিকাকে সরিয়ে দ্বিতীয় স্থানে উঠে এলেন অজিরা।