শারজা: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম সেঞ্চুরিটা করলেন ইংল্যান্ডের জস বাটলার (Jos Buttler)। তাঁর ব্যাটিং দাপটে শুরুতে পরপর ২ উইকেট হারালেও ঘুরে দাঁড়াল ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৬৩ রান। ৬৭ বলে ১০১ রান করে অপরাজিত রইলেন বাটলার। সোমবার যাঁর ইনিংসের পর হইচই পড়ে গিয়েছে। ইংরেজ অলরাউন্ডার বেন স্টোকস তো সোশ্যাল মিডিয়ায় রীতিমতো লিখেই ফেলেছেন, 'বিশ্বের সেরা ক্রিকেটার জস বাটলার।'
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেঞ্চুরি করার সঙ্গে সঙ্গেই একটি নজিরও গড়ে ফেললেন বাটলার। ইংল্যান্ডের প্রথম ব্যাটার হিসাবে ক্রিকেটের তিন ফর্ম্যাটেই সেঞ্চুরি হয়ে গেল বাটলারের। টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় ইংরেজ ব্যাটার হিসাবে সেঞ্চুরি করলেন তিনি।
সোমবার প্রথমে ব্যাট করে শুরুতেই চাপে পড়ে গিয়েছিল ইংল্যান্ড। পাওয়ার প্লে-র মধ্যেই তাদের তিন উইকেট পড়ে গিয়েছিল। কিন্তু তারপরই প্রত্যাঘাত করেন ইংরেজ ব্যাটাররা। সেই সঙ্গে দেখিয়ে দেন, কেন এবার ইংল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্যতম ফেভারিট মনে করা হচ্ছে। ব্যাট হাতে পাল্টা লড়াই শুরু করেন অইন মর্গ্যান ও বাটলার। মর্গ্যান ৩৬ বলে ৪০ রান করে আউট হলেও ঝোড়ো ব্যাটিং চালিয়ে যান বাটলার। একটা সময় তিনি দাঁড়িয়েছিলেন ৯৫ রানে আর ইংল্যান্ড ইনিংসে বাকি ছিল ২ বল। দুষ্মন্ত চামিরার পঞ্চম বলে স্কুপ মারতে গিয়ে মিস করেন। তবে শেষ বলে বিশাল ছক্কা মেরে সেঞ্চুরি সম্পূর্ণ করেন বাটলার।