দুবাই: টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগে বিরাট কোহলিদের ফর্ম দেশে খুশি হতে পারেন ভক্তরা। প্রথম প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে হারানোর পর বুধবার দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে দিল ভারত।


মরুদেশে ভারতীয় স্পিনারদের দিন। বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ভারতকে শুরু থেকে সুবিধাজনক জায়গায় রেখেছিলেন স্পিনাররা। স্পিনারদের দাপটে একটা সময় ১১/৩ হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। পরে অবশ্য ব্যাট হাতে পাল্টা লড়াই করলেন স্টিভ স্মিথ ও মার্কাস স্টোইনিস। ৪৮ বলে ৫৭ রান করলেন স্মিথ। স্টোইনিস ২৫ বলে ৪১ রানে অপরাজিত রইলেন। টস জিতে প্রথম ব্যাট করে অস্ট্রেলিয়া তুলেছিল ১৫২/৫। ম্যাচ জিততে ভারতের লক্ষ্য ছিল ১৫৩ রান।


জবাবে ব্যাট করতে নেমে ১৩ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। দাপুটে শুরু করেন ভারতের দুই ওপেনার কে এল রাহুল ও রোহিত শর্মা। রাহুল ৩১ বলে ৩৯ রান করে আউট হন। রোহিত ৪১ বলে ৬০ রান করে অবসৃত হন। তিন নম্বরে পাঠানো হয়েছিল সূর্যকুমার যাদবকে। ২৭ বলে ৩৮ রান করে অপরাজিত ছিলেন তিনি। ৮ বলে ১৪ রান করে অপরাজিত ছিলেন হার্দিক পাণ্ড্য।


প্রস্তুতি ম্যাচে এদিন ৭ বোলারকে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করেন ক্যাপ্টেন কোহলি। এমনকী, নিজেও ২ ওভার বল করেন। ১২ রান খরচ করলেও কোনও উইকেট পাননি বোলার বিরাট। ২ ওভারে ৮ রান দিয়ে ২ উইকেট আর অশ্বিনের। একটি করে উইকেট ভুবনেশ্বর কুমার, রবীন্দ্র জাডেজা ও রাহুল চাহারের।


বিরাট বল করলেও এদিন ভারতকে নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা। টসের পর তিনি জানিয়েছিলেন, কোহলি ছাড়াও যশপ্রীত বুমরা ও মহম্মদ শামিকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে প্রস্তুতি ম্যাচে নিয়মের কড়াকড়ি না থাকায় সম্ভবত বল করেন বিরাট। এদিন বরুণ চক্রবর্তীকে খেলায় ভারত। অবশ্য বল হাতে নজর কাড়তে ব্যর্থ কলকাতা নাইট রাইডার্সের বিস্ময় স্পিনার। ২ ওভারে ২৩ রান খরচ করেন তিনি।