দুবাই: কাজে নেমে পড়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। নতুন ভূমিকায়। ভারতীয় দলের মেন্টর হিসাবে। এবং ক্রিকেটারদের পারফরম্যান্সের উন্নতি ঘটাতে নিজেই করাচ্ছেন ক্যাচিং প্র্যাক্টিস।


বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। উইকেটকিপার হিসাবে এই ম্যাচে ভারত খেলাচ্ছে আইপিএলে নজর কাড়া ঈশান কিষাণকে। বিশ্রাম দেওয়া হয়েছে ঋষভ পন্থকে।


আর সেই সুযোগ কাজে লাগাতে মাঠে নেমে পড়েছেন মেন্টর ধোনি। তিনি ম্যাচ চলাকালীনই পন্থকে কিপিং প্র্যাক্টিস করাচ্ছেন। যে দৃশ্য ধরা পড়েছে ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলে।


ভিডিওতে দেখা গিয়েছে, উইকেটকিপিং গ্লাভস পরে স্টাম্পসের পিছনে পন্থ। আর ধোনি তাঁকে থ্রো ডাউন দিয়ে ক্যাচিং প্র্যাক্টিস করাচ্ছেন। মাঝে মধ্যে ডেকে নিয়ে দিচ্ছেন পরামর্শ। সোশ্যাল মিডিয়ায় সেই দৃশ্য ভাইরাল হয়ে যায়।


ভারতের হয়ে দীর্ঘ দিন উইকেট রক্ষার দায়িত্ব সামলেছেন ধোনি। তিনি অবসর নেওয়ার পর সাদা বলের ক্রিকেটে পন্থকেই উইকেটরক্ষক হিসেবে বেছে নিয়েছে দল। তাঁর উপরেই ভরসা রাখছেন কোহলিরা। নিজের উত্তরসূরিকে তৈরি করার দায়িত্বও নিজের কাঁধে তুলে নিলেন ধোনি। মেন্টর হিসেবে দলে যোগ দিয়ে কোচিংয়ের দায়িত্বও পালন করতে দেখা গেল তাঁকে।


টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান মসৃণভাবে শুরু করাই লক্ষ্য টিম ইন্ডিয়ার। আর এ জন্য প্রস্তুতি ম্যাচে চূড়ান্ত ব্যাটিং অর্ডার পরীক্ষা করে নিতে চাইবে ভারত। এই লক্ষ্যেই আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত টুর্নামেন্টের আগে তাদের দ্বিতীয় গা-ঘামানোর ম্যাচে মাঠে নেমেছে।  দুবাইতে হচ্ছে এই ম্যাচ। আগামী রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিযান শুরু করছে বিরাট কোহলির দল। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্য়াটে শেষবার এই টুর্নামেন্টে ভারতকে নেতৃত্ব দেবেন কোহলি। কোচ রবি শাস্ত্রীরও এটাই শেষ টুর্নামেন্ট।


এর আগে সোমবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল ভারত। ওই ম্যাচের আগে কোহলি স্পষ্ট করে দিয়েছিলেন, ওপেন করতে নামবেন কেএল রাহুল ও রোহিত শর্মা। তিনি নিজে নামবেন তিন নম্বরে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ভারতের সাত উইকেটে জয়ের ক্ষেত্রে বড় অবদান ছিল ইশান কিষাণের। ৭০ বলের ঝোড়ো ইনিংস খেলে প্রথম একাদশে নিজের দাবি জোরাল করেছেন তিনি।