শারজা: আয়ারল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে পৌঁছে গেল নামিবিয়া। গ্রুপ 'এ'-তে লড়াইয়ে এদিন ৮ উইকেটে পল স্টার্লিংদের হারিয়ে দিল নামিবিয়া। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে পৌঁছে গেল আফ্রিকার দেশটি। রান তাড়া করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় নামিবিয়া। এই জয়ের সঙ্গে সঙ্গে শ্রীলঙ্কার পর গ্রুপ পর্বে দ্বিতীয় দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে চলে গেল নামিবিয়া। 


এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল আয়ারল্যান্ড। পল স্টার্লিং ও কেভিন ও ব্রায়েন মিলে ওপেনিংয়ে দারুণ শুরু করেছিলেন। স্টার্লিং ২৪ বলে ৩৮ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে ৫টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান তিনি। কেভিন ও ব্রায়েন ২৫ রান করেন। আয়ারল্যান্ড অধিনায়ক ২১ রান করেন। কিন্তু বাদবাকি কেউই আর বড় রান তুলতে পারেননি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১২৫ রান বোর্ডে তুলতে সক্ষম হয় আয়ারল্যান্ড। 


অল্প রানের লক্ষ্যমাত্রা। কাজটা কঠিন হতে দিলেন না নামিবিয়ার ব্যাটাররা। ১৮.৩ ওভারে ২ উইকেট হারিয়েই ১২৬ রান তুলে নেয় নামিবিয়া। অধিনায়কোচিত অর্ধশতরানের ইনিংস খেলেন নামিবিয়ার ক্যাপ্টেন জেরহার্ড এরাসমাস। তিনি ৪৯ বলে অপরাজিত ৫৩ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে ৩টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান তিনি। এরপর ডেভিড ওয়েস এসে ১৪ বলে অপরাজিত ২৮ রানের ইনিংস খেলেন। তিনিও ১টি বাউন্ডারি ও ২টো ওভার বাউন্ডারি হাঁকান। আগে দক্ষিণ আফ্রিকার হয়ে খেললেও এখন নামিবিয়ার হয়ে খেলেন ওয়েস। নতুন দলের হয়ে নেমেই ইতিহাসের সাক্ষী হলেন। 


এর আগে বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে পৌঁছে গিয়েছিল শ্রীলঙ্কা। বুধবার আয়ার্ল্যান্ডকে ৭০ রানে হারিয়ে দিল দাসুন শনাকার দল। টানা দু ম্যাচে প্রাথমিক ব্যাটিং বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়াল শ্রীলঙ্কা। অ্যান্ড্রু ব্যালবার্নির দলকে ৭০ রানে হারিয়ে দিল তারা। সেই সঙ্গে জায়গা করে নিল সুপার ১২-তে। দলের জয়ে ব্যাটে বলে নায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। ব্যাট হাতে ৪০ বলে ৭১ রানের বিধ্বংসী ইনিংস খেলার পাশাপাশি বল হাতেও যিনি নিয়েছেন এক উইকেট। তাও ৪ ওভারে মাত্র ১২ রান খরচ করে।