মুম্বই : নাম সুধা চন্দ্রন (Sudha Chandran)। অস্কার পিস্টোরিয়াসের মতো ব্লেড রানারদের উদয়ের অনেক আগে থেকেই আমাদের দেশের নানা রাজ্যের পাঠ্যপুস্তকে ঠাঁই হয়েছিল এই নামটার। সুধা চন্দ্রন। সঙ্গে তাঁর অদম্য জেদ, হার না মানা কাহিনী। সেই সুধা চন্দ্রন যাঁর কৃত্রিম পায়ের ছন্দে দুলে উঠেছিল গোটা দেশ। অবশ্যই বিদেশও। পা না থাকা অবস্থাতেও দিব্যি নিজের ডান্স পারফরম্যান্সে ভারতকে গর্বিত করেছেন তিনি। সঙ্গে অভিনেত্রীও বটে। সেই সুধা চন্দ্রনের সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া ভিডিও ভাইরাল।
আরও পড়ুন - The Big Picture Show: দীপিকা থাকতেও অর্জুন কপূরের জন্য মন ধুকপুক করে রণবীর সিংহের!
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন সুধা চন্দ্রন। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে এবং কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারকে উদ্দেশ্য করে একটি অত্যন্ত মানবিক অনুরোধ করেছেন। কিন্তু তাঁর অনুরোধের ভিডিও দেখে শুনেই আঁতকে উঠেছে তামাম দেশবাসী। কী বলেছেন ভিডিওতে সুধা?
'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে বিনীত অনুরোধ আমার। আমি সুধা চন্দ্রন। পেশাদার নৃত্যশিল্পী এবং অভিনেত্রী। আমায় প্রায় প্রতিনিয়তই দেশ বিদেশ ঘুরতে হয় পেশাদার শিল্পী হিসেবে পারফর্ম করার জন্য। কিন্তু যতবারই বিমানবন্দরে যাই, নিরাপত্তারক্ষীরা আমার কৃত্রিম পা খুলে দেখাতে বলেন। আমি ওঁদের বারবার অনুরোধ করি, আপনারা অনুগ্রহ করে ইটিডি (এক্সপ্লোসিভ ট্রেস ডিটেক্টর) দিয়ে আমার নকল পায়ের পরীক্ষা করুন। কিন্তু ওঁরা কোনওবারই শোনেন না। আর আমাকে প্রতিবারই আমার কৃত্রিম পা খুলে দেখাতে হয়। ব্যাপারটার অসহনীয় হয়ে উঠেছে। এটাই কি আমার প্রাপ্য মোদি জি? অনুগ্রহ করে যদি একটা সিনিয়র সিটিজেন কার্ড করে দেওয়া হয়, তাহলে বাধিত হব।'
কিংবদন্তি সুধা চন্দ্রনের এমন আর্তিতে নড়েচড়ে বসেছে সোশ্যাল মিডিয়া। অভিনেতা কর্ণবীর বোহরা তাঁর পোস্টটি শেয়ার করে লিখেছেন, 'সুধা জি আপনার সঙ্গে সম্পূর্ণ সহমত।' পাল্টা ধন্যবাদ জানিয়েছেন সুধা চন্দ্রনও। কিন্তু এই ঘটনা শুধু ধন্যবাদেই সীমাবদ্ধ থাকলে চলবে না। বুঝতে হবে, আজ প্যারা অলিম্পিক্সে ভারতের প্রতিযোগীরা যে অনেক অনেক পদক জিতে ফেরেন, তাঁদেরও অনেকের প্রেরণা সুধা চন্দ্রন। সেই মানুষটার সঙ্গে নিরাপত্তার জন্য দিনের পর দিন যে ব্যবহার করা হচ্ছে, তার সত্যিই একটা বিহিত হওয়া প্রয়োজন। দেখা যাক সুধা চন্দ্রনের এই অনুরোধে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকার কী পদক্ষেপ নেন।