শারজা: টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে কার্যত অপ্রতিরোধ্য দেখাতে শুরু করেছে। রবিবার স্কটল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে পাকিস্তান তুলল ১৮৯/৪। ব্যাট হাতে ফের সফল পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ৪৭ বলে ৬৬ রানের ঝকঝকে ইনিংস খেললেন তিনি। দুরন্ত ছন্দে থাকা উইকেটকিপার-ব্যাটার মহম্মদ রিজওয়ান রান পাননি। মাত্র ১৫ রান করে ফেরেন তিনি।


তবে পাকিস্তান ইনিংসকে অন্য মাত্রা দিল প্রাক্তন এক অধিনায়কের ব্যাট। শোয়েব মালিক। মাত্র ১৮ বলে ৫৪ রান করলেন সানিয়া মির্জার স্বামী। তাঁকে যোগ্য সঙ্গত করলেন মহম্মদ হাফিজ। ১৯ বলে ৩১ রান করলেন তিনি।


এদিকে, রবিবার স্বপ্নভঙ্গ হল বিরাট কোহলিদের (Virat Kohli)। কেন উইলিয়ামসনরা (Kane Williamson) ৮ উইকেটে আফগানিস্তানকে হারিয়ে দিতেই ভারতের সেমিফাইনালে যাওয়ার সবরকম সম্ভাবনার অন্তর্জলি যাত্রা সম্পন্ন।


হতাশ বিরাট কোহলিরা তৎক্ষনাৎ প্র্যাক্টিস বাতিল করে দিলেন। নামিবিয়া ম্যাচের আগে আর কোনও প্রস্তুতিতে নামছেন না ভারতীয় ক্রিকেটারেরা। অনুশীলন ছাড়াই সোমবার নিয়মরক্ষার এই ম্যাচে খেলবেন তাঁরা।


দুবাইয়ে খোঁজ নিয়ে জানা গেল, ভারতীয় দলের সকলে মিলে নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচ দেখছিলেন। সোমবার নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচ রয়েছে কোহলিদের। টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ চারে যাওয়ার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে যে ম্যাচে জিততেই হতো ভারতকে। তবে তারও আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিততে হতো আফগানিস্তানকে। শোনা গেল, রবিবার আবু ধাবিতে আফগানিস্তান মাত্র ১২৪ রানে আটকে যাওয়ার পরই ভারতীয় শিবিরে হতাশা দানা বাঁধতে শুরু করেছিল। তবু রশিদ খানের বোলিং একটা সময় পর্যন্ত ভারতের সম্ভাবনা জিইয়ে রেখেছিল। একটা সময় ১৩ ওভারে নিউজিল্যান্ডের স্কোর ছিল ৭৮/২ এবং ম্যাচ জিততে কিউয়িদের প্রয়োজন ছিল ৪২ বলে ৪৭ রান। তখনও পর্যন্ত আশায় ছিলেন ভারতীয় ক্রিকেটারেরা।


তবে পরের ওভারেই মহম্মদ নবিকে পরপর দুটি বাউন্ডারি মেরে সেই ফাঁস আলগা করে দেন ডেভন কনওয়ে। সেই সঙ্গে ভারতের স্বপ্নকেও কার্যত কফিনবন্দি করে ফেলেন কিউয়ি তারকা। ১৮.১ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড। সঙ্গে সঙ্গে নিভে যায় ভারতীয় শিবিরের প্রদীপ। কোহলিদের ড্রেসিংরুমে তখন শুধুই নিকশ কালো আঁধার।