শারজা : টানটান থ্রিলারের শেষে শেষ হাসি ক্যারিবিয়ানদের। অল্প রানের পুঁজি হাতে নিয়ে মাপা বোলিং ও বুদ্ধিমত্তার ছাপ রেখে বাজিমাত করল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশকে তারা হারিয়ে দিল ৩ রানে। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৯ রান তুলেই থেমে গেল টাইগার্সদের ইনিংস। টসে জিতে এদিন প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৪২ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ।
লড়াকু স্কোর হলেও যে টার্গেট তাড়া করে জেতাটা মুশকিল ছিল না। তবে বাংলাদেশের ব্যাটিং লাইন আপই নিজেদের কাজটা কঠিন করে তুলতে থাকে। ক্যারিবিয়ান বোলারদের বুদ্ধিদীপ্ত বোলিংয়ের সামনে সেভাবে প্রয়োজনীয় রান রেটের সঙ্গে সাযুজ্য রেখে ব্যাট করতে পারেননি বাংলাদেশের কোনও ব্যাটসম্যানই। মহম্মদ নাইম (১৭), শাকিব আল হাসান (৯), সৌম্য সরকাররা (১৭), মুশফিকুর রহিমরা (৮) ব্যর্থ হন। লিটন দাস (৪৪) ও মাহমুদুল্লাহ (অপরাজিত ৩১) চেষ্টা করলেও রবি রামপাল, জেসন হোল্ডারদের মাপা বোলিংয়ে তারা আটকে যান।
প্রথমে ব্যাট করতে নেমে ক্রিস গেল (৪), ইভান লিউইস (৬), সিমরণ হেটমায়ার (৯) ব্যর্থ হন। রোস্টন চেজের (৩৯) একপ্রান্ত আগলে চালানো লড়াইয়ে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি অধিনায়ক কিয়েরন পোলার্ড (১৪), আন্দ্রে রাসেলরাও (০)। যদিও নিকোলাস পুরানের (৪০) সঙ্গে ইনিংস থিতু করেন চেজ। ২২ বলে ১টি চার ও ৪টি ছক্কার ঝোড়ো ইনিংস খেলেন পুরান। ৫৭ রানে মূল্যবান পার্টনারশিপ জোড়েন দুই ব্যাটসম্যান। ম্যাচের সেরা হন পুরান।