নয়াদিল্লি: আধারের (Aadhaar Card) ওটিপি দিলেও আসছে না রেজিস্টার্ড মোবাইল নম্বরে। আপনার আধার নম্বর ব্যবহার করছে না তো কেউ ? এই কয়েকটা ধাপ পেরোলেই বুঝে যাবেন আসল সত্য। দেখে নিন কী সেই পদক্ষেপ।
ডিজিটাল ইন্ডিয়ার(Digital India) যুগে আধার (Aadhaar Card) আর কেবল পরিচয়পত্র নয়। আপনার পরিচিতির পাশাপাশি আর্থিক সঞ্চয়ের সঙ্গে যুক্ত এই কার্ড। তাই নিত্যদিন গ্রাহকের কার্ডের খবর পেতে জাল বিছায় প্রতারকরা। কীভাবে জালিয়াতদের থেকে রক্ষা করবেন আপনার আধার কার্ড ? পথ দেখাচ্ছে UIDAI কর্তৃপক্ষ।
দেখে নিন আধার কার্ডের OTP
১ আপনি বাদে অন্য কেউ আপনার আধার কার্ড ব্যবহার করছে নাকি জানতে প্রথমে UIDAI-এর অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করুন।
২ এখানে 'Aadhaar Services'-এ ঢুকুন।
৩ এবার 'Aadhaar Authentication History'-তে যান।
৪ এখানে আপনার আধার নম্বর ও সিকিউরিটি কোড জমা দিন।
৫ এই পদক্ষেপে ড্রপ ডাউন মেনু থেকে 'Generate Menu'বেছে নিন।
৬ এবার এখানে ওটিপি দিন।
৭ এখানে নিজের 'Aadhaar Authentication History' দেখতে পারবেন গ্রাহক।
৮ এই আধার কার্ড যাচাইয়ের ইতিহাস থেকে আপনার কার্ড কবে কোথায় ব্যবহার করা হয়েছে তা সহজেই জানতে পারবেন।
তবে এসব জানতে হলে আপনার আধার কার্ডের সঙ্গে অবশ্যই রেজিস্টার্ড মোবাইল নম্বরের যোগ থাকতে হবে। তবেই এই কাজ করতে পারবেন কার্ড হোল্ডার। অন্যথায় আপনার মোবাইলে ওটিপি আসবে না। কেউ আপনার আধার কার্ড বেআইনি কাজে ব্যবহার করলেও জানতে পারবেন না আপনি।
আরও পড়ুন : UIDAI's Aadhaar Update:: এখনই সতর্ক হোন ! আধার কার্ড না থাকলে পাবেন না এই পরিষেবাগুলি
আরও পড়ুন : Aadhaar Card Update: রেজিস্টার্ড মোবাইল নম্বর ছাড়াই ডাউনলোড করতে পারবেন আধার কার্ড, জেনে নিন এই পদ্ধতি
আরও পড়ুন : Aadhaar Card Update: আধার কার্ডে 'উঠে যাচ্ছে' বাবা-স্বামীর নাম, সম্পর্কের বদলে থাকবে 'কেয়ার অফ'