লন্ডন: দীর্ঘদিন ধরে ফর্মে নেই। সাম্প্রতিক আন্তর্জাতিক ম্যাচের পাশাপাশি দ্য হান্ড্রেডেও চূড়ান্ত ব্যর্থ হয়েছেন। এর জেরেই টি-টোয়েন্টি বিশ্বকাপের (ICC T20 World Cup 2022) জন্য ইংল্যান্ডের (England Cricket Team) ঘোষিত ১৫জনের স্কোয়াড থেকে বাদ পড়লেন তারকা ব্যাটার জেসন রয় (Jason Roy)। ইংল্যান্ড দল রয়ের বদলে কিছুদিন আগেই আন্তর্জাতিক অভিষেক ঘটান ফিল সল্টকে দলে জায়গা দিয়েছে।
সম্প্রতি ফর্মকে প্রাধান্য
গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে রয় ১১টি বিশ ওভারের ম্যাচ খেলে মাত্র ১৮.৭২ গড়ে ২০৬ রান করেছেন। অপরদিকে, ফর্ম যেখানে রয়ের সঙ্গে নেই, সেখানে সেই ফর্মে ভর করেই জাতীয় দলে জায়গা করে নিলেন সল্ট। চলতি হান্ড্রেডে তুখোর ফর্মে রয়েছেন ইংল্যান্ড তারকা। তিনি আট ম্যাচে ৪৪.৭১ গড়ে টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ, ৩১৩ রান করেছেন। এই টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক ডেভিড মালানও ইংল্যান্ড দলে সুযোগ পেয়েছেন। এছাড়া দুই তারকা বোলার মার্ক উড এবং ক্রিস ওকসও নিজেদের চোট সারিয়ে ফেলেছেন বলে জানানো হয়েছে ইংল্যান্ড বোর্ডের তরফে এবং তাঁরাই স্কোয়াডে রয়েছেন।
অধিনায়ক বাটলার
তবে টাইমাল মিলসকে রিজার্ভ হিসাবেই দলে রাখা হয়েছে। তাঁর সঙ্গে লিয়াম ডসন এবং ভারতের বিরুদ্ধে দুরন্ত পারফর্ম করা রিচার্ড গ্লিসনকেও ইংল্যান্ড রিজার্ভে রেখেছে। বিশ্বকাপে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে তারকা ব্যাটার তথা উইকেটকিপার জস বাটলারকে। ইয়ন মর্গ্যানের অবসরের পর বাটলারই ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক নির্বাচিত হয়েছিলেন। আপাতত চোটের জেরে বাটলার মাঠের বাইরে রয়েছেন। তাই মঈন আলিকে পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন সিরিজে ইংল্যান্ডকে নেতৃত্ব দিতে দেখা যাবে। তবে সিরিজের শেষের দিকে চোট সারিয়ে বাটলারের ফেরার কথা। তিনিই বিশ্বকাপে ইংল্যান্ড অধিনায়কের দায়িত্ব সামলাবেন।
এই প্রথমবার কোনও আন্তর্জাতিক টুর্নামেন্টে নিজের দেশের হয়ে নেতৃত্ব দেবেন বাটলার। ১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসার কথা হলেও, ইংল্যান্ডের প্রথম ম্যাচ খেলতে খেলতে সেই ২২ অক্টোবর। আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবেন বাটলাররা। গতবার সেমিফাইনালে ইংল্যান্ডের দৌড় শেষ হয়ে গিয়েছিল, এবার লক্ষ্য খেতাব জয়ের।
আরও পড়ুন: বিশ্বের যে কোনও দলকে ধ্বংস করতে পারে, সতীর্থকে মাঠেই কুর্নিশ কোহলির