দুবাই: টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) ভারতের ব্যাটিং ব্যর্থতার ছবিটা বদলাল না। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুরুতে ব্যাট করে রবিবার ভারত আটকে গেল ১১০/৭ স্কোরে। ম্যাচ জিততে নিউজিল্যান্ডের চাই মাত্র ১১১ রান।
রবিবারও টস ভাগ্য সঙ্গ দিল না বিরাট কোহলির। টস জিতে ভারতকে শুরুতে ব্য়াট করতে পাঠান নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। বিরাট তখনই বলেন, টস জিতলে ফিল্ডিং করে নিতে চাইতেন তিনিও।
কিউয়ি বোলারদের সামনে শুরু থেকেই চাপে পড়ে গিয়েছিল ভারতীয় ব্যাটিং। রবিবার ওপেনিং পার্টনারশিপে বদল করেছিলেন কোহলি।সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) আচমকাই পিঠের ব্যথায় কাবু। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মরণ-বাঁচন ম্যাচে খেলতে পারলেন না মুম্বইয়ের তারকা। দুবাইয়ে খোঁজ নিয়ে জানা গেল যে, পিঠের ব্যথায় (back spasm) এতটাই কাবু সূর্যকুমার যে, টিমহোটেল ছেড়ে বেরতেই পারেননি। ফলে ভারতীয় ড্রেসিংরুমেও গরহাজির তিনি। মাঠেই আসতে পারেননি। তাঁর পরিবর্তে খেলেন ঈশান কিষাণ। কে এল রাহুলের সঙ্গে ইনিংস ওপেনও করেন। তবে রান পাননি দুই ওপেনারই। ঈশান ৪ ও রাহুল ১৮ রান করে ফেরেন।
তিন নম্বরে নেমে প্রথম বলেই ক্যাচ দিয়েছিলেন রোহিত শর্মা। ফেলে দেন অ্যাডাম মিলনে। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি হিটম্যান। ১৪ রান করে ফেরেন। রান পাননি বিরাট কোহলি (৯) ও ঋষভ পন্থও (১২)। শেষ দিকে হার্দিক পাণ্ড্য (২৩) ও রবীন্দ্র জাডেজা (অপরাজিত ২৬) দলের স্কোরকে একশো পার করে দেন।
তবে মাঠে না গেলেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারলেন না সূর্যকুমার। দুবাইয়ে খোঁজ নিয়ে জানা গেল, টিমহোটেলে নিজের রুমেই বিশ্রামে রয়েছেন সূর্যকুমার। আর টেলিভিশনের পর্দায় চোখ রেখেছেন। ম্যাচের প্রত্যেকটি খুঁটিনাটি মুহূর্ত দেখছেন তিনি।