নয়া দিল্লি: দীর্ঘ চিকিৎসার পর অবশেষে রবিবার বিকেলে হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Manmohan Singh )। ১৩ অক্টোবর অসুস্থ হয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। প্রায় ১৭ দিন অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। মনমোহন সিংয়ের শারীরিক সুস্থতায় নিশ্চিন্ত পরিবার ও রাজনৈতিক মহল। এর আগে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ-র শারীরিক অবস্থা স্থিতিশীল। পরিস্থিতির উন্নতি হচ্ছে জানিয়েছিল এইমস হাসপাতাল।
জ্বর থেকে দুর্বল বোধ করায় দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয় ৮৯ বছরের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। তাঁকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে ভর্তি করা হয়। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের কার্ডিও-নিউরো সেন্টারের একটি প্রাইভেট ওয়ার্ডে ভর্তি ছিলেন তিনি।
হৃদরোগ বিশেষজ্ঞ নীতিশ নায়েকের নেতৃত্বে একটি চিকিৎসক দলের তত্ত্বাবধানে ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। তাঁকে দেখতে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। ট্যুইট করে প্রাক্তন প্রধানমন্ত্রীর আরোগ্য কামনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
এদিন মনমোহন সিংহয়ের সুস্থতার খবর টুইট করে জানান হয় এইমসের তরফে।
কংগ্রেসের তরফেও তাদের অফিসিয়াল হ্যান্ডলে ট্যুইট করে প্রাক্তন প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করা হয়েছিল। মনমোহন সিংহ-র শারীরিক অবস্থার খোঁজখবর নিতে গিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গাঁধীও।
এর আগে চলতি বছরের এপ্রিলে করোনা পজিটিভ হওয়ায় মনমোহন সিংকে এইমসে ভর্তি করা হয়েছিল। তার আগে, গতবছরও শারীরিক অস্বস্তি নিয়ে তিনি এইমসে ভর্তি হয়েছিলেন।