আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষে নয়া ব্যাটসম্যান,প্রথম দশে রাহুল, নেই কোহলি
বাবর আজম, কলিন মুনরো, গ্লেন ম্যাক্সওয়েল রাহুলের পরবর্তী স্থানে রয়েছেন। ছবি সৌজন্যে-আইসিসি
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআইসিসি-র নয়া দলগত র্যা ঙ্কিং।ছবি সৌজন্যে-আইসিসি
ব্যাটসম্যানদের তালিকায় কোহলির থেকে একধাপ এগিয়ে রোহিত শর্মা। ছবি সৌজন্যে-ট্যুইটার
দলের র্যা ঙ্কিংয়ে পাকিস্তানের পর দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত। ছবি সৌজন্যে-ট্যুইটার
তালিকায় প্রথম দশেও নেই কোহলি। তাঁর স্থান দ্বাদশ। ছবি সৌজন্যে-ট্যুইটার
র্যা ঙ্কিংয়ে রদবদলে ভালো খবর নেই ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির। ছবি সৌজন্যে-ট্যুইটার
ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত টি ২০ সিরিজের প্রথম ম্যাচে রাহুল সেঞ্চুরি করেন। রোহিত শর্মার পর দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টি ২০ ফর্ম্যাটে একের বেশি শতরান রয়েছে তাঁর। ছবি সৌজন্যে-ট্যুইটার
র্যা ঙ্কিংয়ের প্রথম ১০-এ একমাত্র ভারতীয় কে এল রাহুল। তালিকায় তাঁর স্থান তৃতীয়। ছবি সৌজন্যে-ট্যুইটার
টুর্নামেন্টের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাকিস্তানের জয়ের নায়ক ফকর জামান তালিকায় দ্বিতীয় স্থানে।ছবি সৌজন্যে- ট্যুইটার
জিম্বাবোয়েতে ত্রিদেশীয় টি ২০ সিরিজে ফিঞ্চ ব্যাটে দারুণ সাফল্য পেয়েছেন। তিনি অপরাজিত ৬৮, ১৭২ (আন্তর্জাতিক টি ২০ –তে সর্বাধিক রানের ইনিংস), ১৬, ৩ এবং ৪৭ রানের ইনিংস খেলেছেন। ছবি সৌজন্যে- ট্যুইটার
র্যা ঙ্কিংয়ে প্রথম স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার নবনিযুক্ত টি ২০ দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তালিকায় চার নম্বর স্থান থেকে তিনি প্রথম স্থানে উঠে এলেন। ছবি সৌজন্যে- ট্যুইটার
সোমবার আইসিসি আন্তর্জাতিক টি ২০ তে ব্যাটসম্যানদের সাম্প্রতিক র্যা ঙ্কিং প্রকাশ করল।প্রথম তিনটি স্থান সম্পূর্ণভাবে সংশোধন ঘটানো হয়েছে। ছবি সৌজন্যে- ট্যুইটার
- - - - - - - - - Advertisement - - - - - - - - -