ক্রাইস্টচার্চ: প্রায় মাসতিনেক হয়ে গিয়েছে তিনি মাঠের বাইরে। আইপিএলে (IPL) গুজরাত টাইটান্সের হয়ে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় পায়ের এসিএলে চোট পেয়েছিলেন তিনি। অস্ত্রোপচার করাতে হয়েছিল কেন উইলিয়ামসনকে (Kane Williamson)। আপাতত সুস্থ হয়ে ওঠার লড়াই চলছে। মঙ্গলবারই তিনি মেয়ের সঙ্গে বেডরুমে ব্যাটিং করার একটি ভিডিও পোস্ট করেছেন।


তারই মাঝে নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটারের জন্য সুখবর। তিন মাস মাঠের বাইরে থেকেও টেস্টে ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এলেন উইলিয়ামসন!


আইসিসি থেকে বুধবার যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে ৮৮৩ পয়েন্ট নিয়ে ব্যাটারদের মধ্যে শীর্ষে কিউয়ি তারকা। চার ধাপ উঠে এসেছেন স্টিভ স্মিথ। ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ও অ্যাশেজের প্রথম দুই টেস্টে ভাল খেলার পুরস্কার পেয়েছেন। অজি তারকা রয়েছেন দুই নম্বরে। তাঁর সংগৃহীত পয়েন্ট ৮৮২। উইলিয়ামসনের চেয়ে মাত্র ১ পয়েন্ট পিছনে। ৮৭৩ পয়েন্ট-সহ তিন নম্বরেই রয়েছেন অস্ট্রেলিয়ার মার্নাশ লাবুশেন। ৮৭২ পয়েন্ট-সহ চারেই থেকে গিয়েছেন ট্র্যাভিস হেড। যিনি ব্যাট হাতে দুরন্ত ছন্দে রয়েছেন।


তবে অনেকে এই ব়্যাঙ্কিং দেখে বিস্ময় প্রকাশ করেছেন। বলা হচ্ছে, যে ক্রিকেটার তিন মাস মাঠের বাইরে, তিনি কী করে ব়্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এলেন। কারণ হিসাবে বলা হচ্ছে, তালিকায় ওপরের দিকে থাকা ব্যাটারদের পদস্খলন। ইংল্যান্ডের জো রুট ৪ ধাপ নেমে পাঁচ নম্বরে নেমে এসেছেন। পাকিস্তানের বাবর আজম এক ধাপ নেমে ছয়ে। সেই কারণেই উইলিয়ামসন শীর্ষে উঠে এসেছেন।


ব্যাটারদের তালিকায় প্রথম দশের মধ্যে ভারতের পক্ষে সুখবর তেমন নেই। ঋষভ পন্থ টিমটিম করছেন দশ নম্বরে। তবে চোট রেয়ে তিনিও দীর্ঘদিন মাঠের বাইরে। কবে বাইশ গজে ফিরবেন, কোনও নিশ্চয়তা নেই।


ভারতের অধিনায়ক রোহিত শর্মা রয়েছেন ১২ নম্বরে। খাতায় কলমে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার মনে করা হয় যাঁকে, সেই বিরাট কোহলি রয়েছেন আরও নীচে। ১৪ নম্বরে। সদ্য জাতীয় দল থেকে বাদ পড়া চেতেশ্বর পূজারা রয়েছেন ২৭ নম্বরে। অজিঙ্ক রাহানে রয়েছেন ৩৬ নম্বরে।


বোলারদের তালিকায় শীর্ষে আর অশ্বিন। যাঁকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলায়নি ভারত। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে রবীন্দ্র জাডেজা। টেস্টে দল হিসাবে শীর্ষে রয়েছে ভারত। দুই থেকে পাঁচে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড।




আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন      


https://t.me/abpanandaofficial